শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বাংলা উইকিপিডিয়া নিয়ে বই
বাংলা উইকিপিডিয়া নিয়ে বই
বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org) হলো বাংলা ভাষার একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ তৈরীর প্রয়াস। প্রতিদিন বাংলায় তৈরী হচ্ছে নতুন নতুন নিবন্ধ। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার মোট নিবন্ধ সংখ্যা ২৫,৪৭৬। কিভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা যাবে, কিভাবে নিবন্ধ যোগ করা যাবে, কিভাবে ছবি যোগ করা যাবে অর্থাৎ বাংলা উইকিপিডিয়ায় কিভাবে নিজেকে সম্পৃক্ত করে কাজ করে যাবেন এগুলো নিয়ে বাজারে এসেছে নুরুন্নবী চৌধুরী হাসিবের লেখা বই “বাংলা উইকিপিডিয়া কি এবং কেনো”। বইটি প্রকাশ করা হয়েছে তাম্রলিপি প্রকাশনী থেকে। এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। বইয়ের প্রচ্ছদ করেন নিয়াজ চৌধুরী তুলি। বইটির দাম ১২০ টাকা। ঘরে বসে বইটি পেতেঃ http://www.rokomari.com/book/62905 ।
গতবারের বইমেলায় তথ্যপ্রযুক্তি নিয়ে লেখকের আরেকটি বই “নানা কাজের মুক্ত সফটওয়্যার” ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
(কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১৩,আইসিটি নিউজ,আইটি নিউজ,আইটি সংবাদ,প্রজুক্তি সংবাদ,তথ্যপ্রযুক্তি,অনলাইন নিউজপেপার,তথ্যপ্রযুক্তি পত্রিকা,আইটি প্রোডাক্ট,প্রযুক্তি পণ্য,প্রযুক্তি বাজার,বাজারধর,ইন্টারনেট,নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )