বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে অবমুক্ত হলো পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩
দেশে অবমুক্ত হলো পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩
৷৷ আইসিটি নিউজ ডেস্ক ৷৷ পিসি ব্যবহারকারীদের তাদের ডিজিটাল জীবনযাত্রার সুরায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশের আইটি মার্কেটে অবমুক্ত করল কাউড সিকিউরিটি কোম্পানির ‘পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩’। এ উপলে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩-এ রয়েছে ÔPanda Safe Browser’ মডিউল, যা বিভিন্ন ইন্টারনেট পরিষেবা ও সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সময় ব্যবহারকারীদের তাদের গোপনীয়তা বা পরিচয় নিরাপত্তা এবং সুরা সংরণে বিশেষভাবে কার্যকর। ব্যক্তিগত, ব্যাংকিং ও আর্থিক তথ্য বা মূল্যবান মাল্টিমিডিয়া বিষয়বস্তু চুরি প্রতিরোধে এই পান্ডা ইন্টারনেট সিকিউরিটিটি ব্যক্তিগত ফাইল এবং ফোল্ডার এনক্রিপ্টসহ পাসওয়ার্ড দিয়ে নিয়ন্ত্রিত করতে পারে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ÔIdentity ProtectÕ মডিউল, যা অননুমোদিত কলচার্জের বিরুদ্ধে সাইবার সুরা, তথ্য ফাঁস প্রতিরোধ এবং অ্যান্টি-ডায়ালার সুরা দেয়। জ্ঞাত বা অজ্ঞাত সাইবার হুমকির বিরুদ্ধে লাখ লাখ ব্যবহারকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা পান্ডা সিকিউরিটিটি এর কাউড-ভিত্তিক ‘Collective Intelligence’-এর মাধ্যমে সংগৃহীত করে তাৎণিক সুরা দেয়। প্রতিদিন পান্ডা ল্যাব প্রায় দুই লাখ ছয় হাজার নতুন ফাইল প্রাপ্ত হয়, যার মধ্যে ৭৩ হাজার নতুন প্রজাতির ম্যালওয়্যারকে ‘কালেক্টিভ ইন্টেলিজেন্স’ স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও শ্রেণিবিন্যস্ত করে এবং মামলার ৯৯.৬ শতাংশ প্রতিকার করে। অনাকাক্সিত ওয়েবসাইটগুলো বন্ধ রাখতে এতে রয়েছে ওয়েবসাইট ফিল্টার এবং প্যারেন্টাল কন্ট্রোল। এ ছাড়া এতে রয়েছে ৩ জিবি পর্যন্ত অনলাইন ব্যাকআপ সার্ভিস, যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার যেকোনো গুরুত্বপূর্ণ ডেটা পান্ডা অ্যান্টিভাইরাসের নিজস্ব সার্ভারে সংরণ করতে পারেন। নতুন এই ইন্টারনেট সিকিউরিটিটিতে আগের যেকোনো সংস্করণের তুলনায় আরো আধুনিক, সহজবোধ্য ইন্টারফেস অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ সমর্থিত। নতুন পণ্যটির মোড়ক উন্মোচন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, পান্ডা সিকিউরিটির রিজিওনাল ম্যানেজার এশিয়া প্যাসিফিক রেমন ফার্নান্দেজ, পান্ডা সিকিউরিটির টেকনিক্যাল প্রি-সেলস ম্যানেজার মিগুয়েল মরিনো জাপাতেরো, গ্লোবাল ব্র্যান্ডের শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন পান্ডা সিকিউরিটির বাংলাদেশে উপপণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা আজিম। মূল্য ১১০০ টাকা।
(আইসিটি নিউজ,আইটি নিউজ,আইটি সংবাদ,প্রজুক্তি সংবাদ,তথ্যপ্রযুক্তি,অনলাইন নিউজপেপার,তথ্যপ্রযুক্তি পত্রিকা,আইটি প্রোডাক্ট,প্রযুক্তি পণ্য,প্রযুক্তি বাজার,বাজারধর,ইন্টারনেট,নতুন পণ্য এর সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.dailyictnews.com )