মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শুক্রবার শুরু ‘কিউবি ল্যাপটপ মেলা’
শুক্রবার শুরু ‘কিউবি ল্যাপটপ মেলা’
৷৷আইসিটি নিউজ ডেস্ক ৷৷ ‘জ্বালো প্রযুক্তির আলো’ এ স্লোগানকে সামনে নিয়ে ২২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ঢাকার বিজয় স্বরণীর জাতীয় সামরিক জাদুঘরে শুরু হচ্ছে চার দিনের ‘কিউবি ল্যাপটপ মেলা - ২০১৩’। এই মেলার আয়োজন করেছে ‘এক্সপো মেকার’ । মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মেলার বিস্তারিত তথ্য জানান ।
সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়ক আল আমীন দেওয়ান জানান, ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসছে। এছাড়া বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় অনেকে এখন ডেস্কটপের বদলে ল্যাপটপ বেছে নিচ্ছেন। আমাদের আয়োজিত প্রতিটি ল্যাপটপ মেলায় দর্শনার্থীদের ভীড়, প্রচুর ল্যাপটপের বিক্রি এবং ক্রেতাদের বিপুল আগ্রহ তাই-ই প্রমাণ করে।
তিনি জানান, এবারের আয়োজনে ৭ টি প্যাভিলিয়ন, ৮ টি মিনি প্যাভিলিয়ন ও ৪২ টি স্টলে কিউবি, এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও এন্টিভাইরাস পাওয়া যাবে। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এবার কিছু বিশেষ আয়োজন থাকছে। গিগাবাইট ও এএমডির সৌজন্যে থাকছে গেমিং জোন।তাছাড়া অন্য যে কোনোবারের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বেশি উপহারের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিউবির হেড অব রিটেইল সেলস এন্ড ডিস্ট্রিবিউশন জনাব শাহরিয়ার হাসান , মেলার কো-স্পন্সর এসারের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনলজি লিমিটেডের অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার জনাব আবু সাঈদ সুজন, আসুস বাংলাদেশ এর কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ আল ফুয়াদ, এইচপির প্রিন্টিং এন্ড পারসোনাল সিস্টেম বিভাগের বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জনাব ইমরুল হোসেন ভূঁইয়া, স্যামসাং বাংলাদেশ এর আইটি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহেল, বিকাশ এর হেড অব প্রোডাক্ট মার্কেটিং রাজীব কান্তি হালদার ।
এবারের মেলার টাইটেল স্পন্সর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। কো-স্পন্সর হিসেবে থাকছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি এবং স্যামসাং। টিকেট বুথ স্পন্সর হিসেবে আছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিওএসএন, ট্রন এবং ওরাটর পিআর।
মেলার প্রবেশ মূল্য বিশ টাকা। মেলা ২৫ ফেব্র”য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
(আইসিটি নিউজ,কিউবি ল্যাপটপ মেলা,ল্যাপটপ ,ল্যাপটপ মেলা,এক্সপো মেকার,মেলা,প্রযুক্তি সংবাদ,সংবাদ,ল্যাপটপ,ict news,ictnews,newsbd)