রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যাপ তৈরির ধারণা নিচ্ছে নকিয়া
অ্যাপ তৈরির ধারণা নিচ্ছে নকিয়া
সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া অ্যাপ তৈরির জন্য ব্যবহারকারীদের দ্বারস্থ হচ্ছে। উইন্ডোজভিত্তিক স্মার্টফোনের অ্যাপ তৈরির জন্য ব্যবহারকারীদের ধারণা দেয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা। বিচারকদের রায়ে যে অ্যাপটি সবচেয়ে বেশি নম্বর পাবে, সেটি উইন্ডোজ প্লাটফর্মে যোগ করা হবে বলে নকিয়া ইন্ডিয়া জানিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
‘আপনার ইচ্ছা আর আমাদের অ্যাপ’ নামে ভারতে উদ্যোগটি নেয়া হয়েছে। এ অনুযায়ী ব্যবহারকারীরা যেকোনো অ্যাপ তৈরির ধারণা নকিয়াকে জানাচ্ছে। বিনোদন, অর্থনীতি, সংবাদ ও অন্যান্য অ্যাপ তৈরির আইডিয়া দিতে পারবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে বিষয়টিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন নকিয়া ইন্ডিয়ার ডেভেলপার বিভাগের পরিচালক জেরার্ড রেগো। বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ‘আমরা দারুণ সাড়া পাচ্ছি। এ উদ্যোগ চালুর মাত্র এক মাসের মধ্যে ৩৫ হাজার অ্যাপ তৈরির ধারণা দিয়েছেন ব্যবহারকারীরা। এটা আমাদের জন্য বিশাল এক অর্জন। আমাদের উদ্যোগটি সফল করতে এরকম কিছুরই প্রয়োজন ছিল।’
যেসব অ্যাপ তৈরির ধারণা এসেছে, সেগুলোর বেশির ভাগের মধ্যেই একটি বিষয়ে মিল রয়েছে। জেরার্ড বলেন, সবাই চান একটি অ্যাপের মাধ্যমে অনেক কাজ করতে। অনেকটা রিমোট কন্ট্রোলের মতো করে তারা স্মার্টফোন ব্যবহার করতে চান। স্মার্টফোন দিয়ে অন্য সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে চান তারা। অন্যান্য ধারণার মধ্যে রয়েছে নারীর নিরাপত্তা দেয়া, স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য, বান্ধবীর অবস্থান জানা ইত্যাদি।
ভারতের সংবাদ সংস্থা এনডিটিভির সঙ্গে যৌথভাবে উদ্যোগটি নিয়েছে নকিয়া। টেলিভিশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাপগুলো থেকে সবচেয়ে সেরাটি যাচাইবাছাই করবেন বিচারকরা। বিচারকদের মধ্যে রয়েছেন এনডিটিভির ব্যবস্থাপনা পরিচালক রাজীভ মাখনি, ডিজনিইউটিভি ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গন্ডাল এবং আরো অনেকে।
বাছাইকৃত অ্যাপগুলোর ওপর মতামত জানাবেন বিচারকমণ্ডলী। এরপর সেরা অ্যাপটি উইন্ডোজচালিত নকিয়ার লুমিয়া স্মার্টফোনে চালু করা হবে।
জেরার্ড বলেন, ‘আমাদের এ উদ্যোগের মূলে রয়েছে ব্যবহারকারীদের দারুণ কিছু দেয়া। আমরা বিশ্বাস করি ব্যবহারকারীই সবচেয়ে ভালো জানেন তার কী ধরনের অ্যাপ প্রয়োজন। এজন্য অ্যাপ তৈরিতে ব্যবহারকারীর ধারণা নিতে চাই আমরা।’