শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অ্যাভিরা- আইসিটি নিউজ প্রশ্ন ডট কম » অ্যাভিরা- আইসিটি নিউজ প্রশ্ন ডট কম- ২০১৩ এর ফেব্রুয়ারী ২য় সপ্তাহের উত্তর
অ্যাভিরা- আইসিটি নিউজ প্রশ্ন ডট কম- ২০১৩ এর ফেব্রুয়ারী ২য় সপ্তাহের উত্তর
এ সপ্তাহের সেরা উত্তর দিয়েছেন- রুপক, মীরেরসরাই, চট্টগ্রাম
উত্তর- অ্যাভিরা ছাড়া আর কিছুইতো দেখলাম না, যত ভাইরাস তাড়াইল শুধু এই প্রাণীটি-ই আর সব মদনের মত তাকাইয়া রইল ।
রাজিব হাসান, বরিশাল (২য়)
উত্তর- সাহাবাগের মানুষ দেখে বি স এর মাথা খারাপ হইছে নাকি, যে ভাবে ফেইসবুক থেকে রাজাকারদের ব্লক করা হইতেছে তাই রাজাকার ছাড়া সব প্রাণীই কম্পিউটার -এর সাথে থাকে।
বাশার, মনিরাম পুর, যশোর (৩য়)
উত্তর- একটাই মাত্র প্রাণী থাকে। আর সেটা আর কেউ নয়,আমাদের (চুপি চুপি)প্রধানমন্ত্রী। ও মা,যশোর নাকি প্রথম ডিজিটাল জেলা! এ খবর তিনি বলেই ফেলেছেন। তবে শোন কথা,অমি যশোরে বাস করি। আমার সংশয় কাটছে না যে, যশোর রিমটাল না বিয়ারিংটাল। তার উপর বাংলাদেশ ডিজিটাল। হাইসি আর বাঁচিনে। আমার যা জানা ছিল তাই বললাম। কম্পিউটার এর সাথে না থাকলে কি করে বললেন বলেন তো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এখন আপনার যদি দ্বিতীয় কাউকে জানা থাকে প্রমান দেন। আর একটা কথা,এই কথাটা যে আমি বলেছি কাউকে বলবেন না, বললে আবার রোহিঙ্গাদের মত পাসপোর্ট, ফটো আইডি বাতিল হয়ে যাবে। সাহাবাগের মোড়ে আমার ফাঁসির দাবিতে গণ সমাবেশ, আন্দোলনও হতে পারে।
নাসরিন সুলতানা, নারায়ণগঞ্জ (৪র্থ )
উত্তর- আরে ভাই, কুকুর, বিড়াল, ভেড়া, ইদুঁর সহ সব প্রজাতির সব প্রাণী আছে। বিশ্বাস না করলে আপনি-ই বলে দেন।
hassanrafi39@yahoo.com(৫ম)
উত্তর- আপনাগো প্রশ্ন শুইন্যা নেটে Mouse দিয়া সার্চ দিলাম “ফাডা pedia”য় উত্তর পাইয়া গেলাম যে কম্পুটারের লগে উন্দুর থাকে উন্দুর।(উন্দুর কি বুঝি নাই……………. দারান নেটে সার্চ দিয়া লই………….)