শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সেলফোন বিক্রি কমেছে
সেলফোন বিক্রি কমেছে
২০০৯ সালের পর প্রথমবারের মতো গত বছর বিশ্বব্যাপী সেলফোন বিক্রি কমেছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা গার্টনার। অর্থনৈতিক মন্দার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে গবেষণা সংস্থাটি জানিয়েছে। খবর ইস্টবে ডটকমের।
গার্টনারের বিশ্লেষক আনশুল গুপ্ত বলেন, কঠিন অর্থনৈতিক অবস্থা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশ্বব্যাপী সেলফোনের বাজার দুর্বল হয়ে পড়েছে। গার্টনারের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বব্যাপী সেলফোন বিক্রি হয়েছে ১৭৫ কোটি ইউনিট, ২০১১ সালের তুলনায় যা ১ দশমিক ৭ শতাংশ কম।
গত বছর বিক্রীত সেলফোনের অর্ধেকেরও বেশি ছিল স্মার্টফোন। এ বাজারে শীর্ষে ছিল স্যামসাং ও অ্যাপল। গত বছর সাড়ে ৩৮ কোটি সেলফোন বিক্রি করে স্যামসাং। এর মধ্যে সাড়ে ৫৩ শতাংশই ছিল স্মার্টফোন। এর বিপরীতে অ্যাপল ১৩ কোটি স্মার্টফোন বিক্রি করেছে।
গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রীত স্মার্টফোনের ৫২ শতাংশই ছিল অ্যাপল ও স্যামসাংয়ের। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এর পরিমাণ ৪৬ শতাংশ বেশি।
তৃতীয় অবস্থানে ছিল হুয়াউই। গার্টনারের তথ্য অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ২ কোটি ৭২ লাখ স্মার্টফোন বিক্রি করে। এর পরিমাণ আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি। স্বল্প মূল্যের স্মার্টফোনের বাজার ধরার কারণে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো তৃতীয় অবস্থানে উঠে এসেছে বলে জানিয়েছে গার্টনার। - এসবিবি