বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ট্রান্সেন্ড ডিজিটাল ফটো ফ্রেম
ট্রান্সেন্ড ডিজিটাল ফটো ফ্রেম
(নতুন পণ্য) স্মৃতিময় অতীতকে জীবন্ত রাখতে দেশের বাজারে ‘ডিজিটাল ফটো ফ্রেম’ এনেছে কম্পিউটার সোর্স। ট্রান্সেন্ড ব্র্যান্ডের পিএফ৮৩০ মডেলের ফটোফ্রেমটিতে স্থির ছবির পাশাপাশি রয়েছে ভিডিও চিত্র সংরক্ষণ ও প্রদর্শনের সুযোগ। জেপিইজি, বিএমপি, এমপি-৪, এমপিইজি-৪ এবং ডব্লিউএমভি থ্রি ফরম্যাট সমর্থিত ফটোফ্রেমটির ইন্টারনাল মেমরি ক্যাপাসিটি ৮জিবি। আট ইঞ্চি প্রশস্ত পর্দার ৪:৩ টিএফটি এলসিডি ডিসপ্লের ফ্রেমটির ছবির ঘনত্ব ৮০০x৬০০ পিক্সেল। ফ্লাশ ড্রাইভটি এসডি/এসডিএইচসি/সিএফ/মাইক্র এসডি/এমটু/এমএস, পিআরও/এমএস ডুয়ো/এমএস প্রো ডুয়ো/এমএস প্রো এইচজি ডুয়ো এবং ইউএসবি ফ্লাশ ড্রাইভ সমর্থন করে। একবার চার্জে আট ঘণ্টা পর্যন্ত ডিজিটাল ফটোফ্রেমটি। সাদা ও কালো রঙের ট্রান্সেন্ড পিএফ৮৩০ মডেলের ফটোফ্রেমটির দাম নয় হাজার টাকা।