বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » নতুন ধরনের আনলক
নতুন ধরনের আনলক
হ্যান্ডসেটে থাকা কন্ট্যাক্টগুলোর ছবি শনাক্ত করার মাধ্যমে ফোন আনলক করার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি এ-সংক্রান্ত একটি পেটেন্ট আবেদন মার্কিন কর্তৃপক্ষের কাছে জমা দেয় কোম্পানিটি। খবর ফোনএরেনার।
নতুন এ পদ্ধতিতে ব্যবহারকারীকে বিচ্ছিন্নভাবে একাধিক পরিচিত ব্যক্তির ছবি দেখানো হবে। ব্যবহারকারীকে এদের প্রত্যেককে সঠিকভাবে শনাক্ত করে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে কন্ট্যাক্টগুলোর নাম উচ্চারণ করতে হবে। শুধু ছবি নয়, মাঝে মধ্যে ফোন নম্বর কিংবা ঠিকানাও শনাক্ত করতে হবে ফোন ব্যবহারকারীকে। অবশ্য ফোন আনলক করতে কতগুলো ছবি শনাক্ত করতে হবে, তা নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী।
শুধু এ পদ্ধতি নয়, আরো কিছু উপায়ে আনলক করার পদ্ধতি নিরাপদ করার চেষ্টা চালাচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো ফেস আনলক পদ্ধতিও অনুসরণ করতে পারে কোম্পানিটি। অবশ্য গুগলের আবিষ্কৃত এ পদ্ধতিতে বেশ বড় একটা গলদ আছে। তাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিও যখন তখন মালিকের অগোচরে ফোন আনলক করতে সক্ষম হয়। এজন্য দ্বিতীয় আরেকটি নিরাপত্তা পদ্ধতি প্রণয়ন করতে হয়েছে গুগলকে। এক্ষেত্রে কোনো ছবি ব্যবহার করে যে ফোনটি আনলক করার চেষ্টা করা হচ্ছে না, সেটি নিশ্চিত করতে ব্যবহারকারীকে ফোনের ক্যামেরার সামনে চোখ পিটপিট করতে হয়। কিন্তু ব্যবহারকারী দাড়ি রাখলে বা তার চেহারায় ছোটখাটো পরিবর্তন এলে ফোন খুলতে সমস্যা হয়ে যায়।
এজন্য অ্যাপল নিজস্ব ধরনের ফেস আনলক পদ্ধতি তৈরি করেছে। এ পদ্ধতিতে ব্যবহারকারীর মুখ, নাকের ডগা, চোখসহ মুখের বিভিন্ন অংশের দূরত্বের পাশাপাশি মুখভঙ্গি বিশ্লেষণ করে বৈধতা যাচাই করার পরই আনলক হবে হ্যান্ডসেটটি।