মঙ্গলবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে ড্যাশবোর্ড মনিটরিং
অনলাইনে ড্যাশবোর্ড মনিটরিং
ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ও সুপারভিশন অধিকতর কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অনলাইনে ড্যাশবোর্ড মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। গভর্নর ড. আতিউর রহমান আজ কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করবেন। এর মধ্যে দিয়ে ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং-এ এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড্যাশবোর্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট ও অন-সাইট সুপারভিশনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ও সুপারভিশনে অধিকতর কার্যকর হবে। এখন থেকে অন-সাইটের সুপারভাইজার বা পরিদর্শকগণ ব্যাংক পরিদর্শনে যাওয়ার আগে এ সিস্টেমগুলো থেকে তথ্য সংগ্রহপূর্বক ব্যাংক শাখায় সুনির্দিষ্টভাবে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এ ছাড়া ড্যাশবোর্ড ও সংশ্লিষ্ট রিপোর্টিং সফটওয়্যার মডিউলগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক দেশের আমদানির ক্ষেত্রে এলসি, ব্যাক টু ব্যাক এলসি, ইনল্যান্ড এলসি, ইনল্যান্ড বিল পারচেজ, রফতানির ক্ষেত্রে রফতানির পরিমাণ, রফতানিমূল্য প্রত্যাবাসন, বকেয়া রফতানি বিল ও মেয়াদোত্তীর্ণ রফতানি বিল এবং ইনওয়ার্ড-আউটওয়ার্ড ও ওয়েজআর্নার্স রেমিট্যান্সসহ সব বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারবে।
এতে কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং ও সুপারভিশন আরও নিবিড় ও জোরদার হবে এবং শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, এসব সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ব্যাংক তাদের নিজ নিজ শাখাগুলো মনিটর ও সুপারভাইজ করতে পারবে। ফলে এসব রিপোর্টিং সহজতর হবে এবং সময় ও খরচ সাশ্রয় হবে।
বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রেগুলেশন মোতাবেক লেনদেন পরিচালনার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। তা ছাড়া, ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন সংক্রান্ত জাল-জালিয়াতি বহুলাংশে হ্রাস পাবে বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।