সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৪, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » জীবন তো হেমন্তের শিশির কনা তবুও
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » জীবন তো হেমন্তের শিশির কনা তবুও
১২৮৪ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবন তো হেমন্তের শিশির কনা তবুও

জীবন তো হেমন্তের শিশির কনা তবুও এই স্বল্পায়িত জীবনটাকে সকলেই চায় ভালবাসার স্ব-হস্তে গড়ে তুলতে। আসলে জীবনটা কিন্তু ক্ষুদ্র কিছু নয়। জীবনে বেচে থাকতে হলে ভালবাসর প্রয়োজন হয়, । ভালবাসর পরশে কেউ পায় আবার কেউবা হারায়। তোমার প্রতি আমার ভালবাসা, তুমি কোন একদিন দিয়েছিল পশ্চিম আকাশে প্রফুস্পিত একটি রক্তিম আভা । যা আজ আমার জীবনকে পরিপূর্ন করে দিয়েছে। আমার অফুরন্ত প্রেম ও ভালবাসা তোমাকে শুধু কাছে টানার জন্যই। এই চির সত্য সুন্দর কথাটি আমি সারাক্ষন ভাবি, আর তা ভাবতে যে আমার খুবই ভাললাগে। তোমার ভালবাসা পেয়ে জীবনের মোহনাটা খুজে পেয়েছি, পেয়েছি সোনালী দিনের সুখের ভাবনা ও বাস্তবতা, যা শুধু তোমাকে নিয়ে। জীবনের সবগুলো প্রত্যাশা পুর্ন হবে তোমাকে পেয়ে। ভালবাসার অনুভূতিতে মুছে যাবে অতীত জীবনের সমস্ত গ্লানি দুঃখ কষ্ট। সত্যিকারের ভালবাসা আর প্রেমের সেই অবিনশ্বর শ্বেত পাথরে গড়া তাজমহল কখনো ভেঙ্গে পড়বেনা।তোমারি বুকে আমাকে টেনে নিয়েছো আমার আর্বিভাবে। সেদিন থেকেই প্রেমে ধন্য হয়েছি আমি সারাক্ষণ শুধু ভাবি তুমি আছ আমার ভালবাসার অনুভবে, তুমি আমার প্রেমের শিহরণ, জাগরণ, তুমি আমার অস্তিত্ব, তাইতো মনে হয় সর্বদা তোমাকে করি আলিঙ্গন। তুমি আমার নয়া দিগন্তের সর্বসুখের বিচরণ। আমি তোমায় ভালবেসে নতুন প্রেমের ইতিহাস গড়েছি। সে ইতিহাসটা রোমিও জুলিয়েটের প্রেমকে হার মানাবো । প্রেমের জন্য তারা যা কিছু করেছে আমিও তার চেয়েও বেশী করতে চাই। আমি তোমায় ভালবেসে মমতাজ শাহজাহানের প্রেমকে হার মানাবো প্রেমের জন্য তারাতো গড়েছিল বিরাট তাজমহল। আমি তোমায় ভালবেসে ছিড়ে ফেলেছি সব বাধার শিকল । হে পুস্পরানী তোমারই কথা ভাবি বসে স্রোতসিনির তীরে মন যে চাহেনা তোমাকে হারাতে এই ষড় ঋতুর ভীড়ে। তবুও প্রশ্ন জাগে মনে এত রুপের রুপশী হয়ে নবজীবনের বার্তা লয়ে কে তুমি এলে গো! একদিন চৈত্রের বৃষ্টি ঝড়া দুপুরে চারদিকে সুনশান। আমার হাত তোমার হাতে, আমার চোখ তোমার চোখে, আমার বুক তোমার হৃদয়ে, আমার শরীর তোমার অনুভবে। এই স্বপ্ন এই ভালবাসা, এক ফোঁটা শান্তির জন্য একদিন কড়া নেড়েছি তোমার দরজায় । এক ফোঁটা ভালবাসার জন্য কতটা অপমানিত হয়েছে। কিন্তু তুমি তো নিরুপায় ছিলে। এই দুর্গম ভালবাসাকে কেউ প্রতিরোধ করতে পারেনি তাইতো আজ আমাদের আতœা ও দেহ একাকার হয়েছে। এখন আমার চুল থেকে নখ পর্যন্ত , আমার ছাদ থেকে বিছানা পর্যন্ত, টুথব্রাশে-বালিশে-কার্পেটে সিগারেটে-মানিব্যাগ অথবা রাতের পোশাকে সব সময় তোমার ভালবাসার শান্তির ছোঁয়া লেগে থাকে। নান্দনিক এক শান্তি পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করা যায় না।

তুমি আমার হৃদয়ের মেঘহীন আকাশের বৃষ্টির ছড়া ছাড়িয়ে আমার হৃদয় কোনায় কোনায় ভড়ে দিয়েছো শান্তির পানি। গভীর সযতেœ একদিন পান করব সেই শান্তির আর সুখের সুধা । প্রকৃত সেই নিখুঁত ভালবাসার পরশে আমার জীবন হয়েছে মুক্ত বিহঙ্গের মতো যা সারাক্ষন ঘুরে বেড়াচ্ছে সেই সুখের আকাশে। সেই স্বপ্ন আর ভালবাসা নিয়ে বেচে আছি। দিন রাত্রির কাঠামো জুড়ে জাগছে আতœার শ্লোগান। আমরা স্বেচ্ছায় নিবেদিত, বিজয়ী বৈভবে কচি ঘাসের ডগায় আমরা চিরটাকাল জাগব। আমরাই হব অগ্রযাত্রী । আমাদের হৃদয়ের ভালবাসা এক মুঠো উর্বর বিশ্বাস । ফাল্গুনের শেষ উদাস হাওয়ার এ বসন্তে আমাদের আকাশ থেকে সামান্য জ্যোস্নার আলো ছড়িয়ে পড়-ক এবং তা আলোকিত করুক পৃবিথীতে। সুখের সাম্পান ভাসাবো দীঘল নদী জুড়ে, আমার প্রিয়া চাঁদ হবে সেই চাঁদের আলোয় আমার এ কষ্ট আর কষ্ট থাকবে না। সুখ ও শান্তিই হবে আমার নিত্য দিনের সাথী। ১৪ই ফেব্রয়ারী মহান এই ভালবাসা দিবস উপলক্ষে এই প্রার্থনাই রইল সৃষ্টিকর্তার কাছে।

লিখেছেন- মোঃ আলমগীর কবির
ধানমন্ডি, ঢাকা।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন