সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » হ্যালো সোনা শুনছ তুমি ?
হ্যালো সোনা শুনছ তুমি ?
হ্যালো সোনা শুনছ তুমি ? একটু সরি ফোন করতে ৫ মিনিট দেরি হয়ে গেল।যানইত শীতের মগ্নতা শেষে সোনালী বসন্তের উদয় ঘটেছে। বসন্তের পত্র পল্লব,বসন্তের আবির মাখা সৌন্দর্য,বসন্তের কোকিলের সুরলহরী আমার সাথে তর্কে জড়ালো ,তারা বলে তাদের সৌন্দর্য তাদের মহিমার কাছে নাকি চিরায়িত বাংলার সব রুপ অতি নগন্য । শুনলাম আর হাসলাম অল্প একটু খানি , আমি ভাবলাম যে তোমাকে ছাড়া বাংলার রুপের পূর্নতা
পায় না , যে তোমাকে ছাড়া কোকিলের কন্ঠ ও আজ অবসন্ন ,যে তোমাকে ছাড়া চির বসন্তের আগমন ও আজ ব্যর্থ সেই তোমাকে তারা কিভাবে অগ্রাহ্য করে । ওফ ভুলে গেলাম তারা তো তোমাকে দেখেই নি , তাহলেতো তাদের ভুল করাটাই স্বাভাবিক ।
কিন্তু আমি দেখেছি তোমাকে , তোমার চির উন্মনা চাঞ্চল্য ,তোমার মুগ্ধ সে হাসি যে হাসিতে আমি আজ ও হাসি ,রৌদ্র করোটির বুকে তুমিই আমার ভালবাসা ,তুমিই আমার চির শ্বাস্তত রাজরানী । অনেক ভালবাসি তোমাকে আর ঠিক ততটাই ভালবাসি যতটা ভালবাসা যায় এই ছোট জীবনে । ভালবাসি আকাশের বিশালতার মত , ভালবাসি মহাসাগরের অবাধ নিল জলরাশির মত ,ভালবাসি পত্র পল্লবে ঘেরা নিকুন্জের নিরবতার মত ,ভালবাসি
তোমার হাসি তোমার আকিঞ্চন চোখের চাহনি ,ভালবাসি তোমার পূর্নতাকে , ভালবাসি তোমার পবিত্র সত্তার্কে ।মহাবিশ্বে যা কিছু আছে তা আর তেমন কি যদি সেখানে তুমি না থাক . হাজার রাঙা ফুলের সৌরভ ও বা তেমন কি যে সৌরভের মধ্যমনি তুমি নও । তুমি মিশে আছ শ্বাসে , মিশে আছ প্রতিটি বিশ্বাসে ,মিশে আছ রক্তধারায় ,মিশে আছ আমার অস্তিত্বে । তুমি আমার প্রানের মধ্যমনি , তুমিই আমার চির শ্বাস্তত রাজরানী ।
লিখেছেন - জোবায়ের রাব্বি
ঢাকা বিশ্ববিদ্যালয়য়