সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » তুমি মানে
তুমি মানে
তোমাকে হয়তো আপন করে পাবনা কখনো ,কিন্তু আমার মাঝে যে আরেক জন আমি আছি সেখানে তমাকে পাবো সব সময় । আমর মনের রাজযে ,ভাবনার নীলআকাশে অ্ধকারে বুকে জ্বলে থাকা আলোকিতএকটি তারা, সাগরের বিস্তৃত জলো রাশির সমতলে ,তুমি মিশে আছো
আমার এই মনে ;জত দুরে থাকো দৃশটির আরালে , আমার মনের মাঝ থেকে হারাবে কোথায় । জার ঠোটে লেগে থাকে ভরের সিক্ শিশির ,চোখে যার সাগরের গভিরতা , বৃষ্টির মত যার উচ্ছল হাসি -সব জরতাকে ছিন্ন করে এনে দেয় জীবনের গতি । যার দিকে তাকালে মন হারায় অজানায় , চোক আঁকে রঙ ধনুর সাত রঙ এর স্বপ্ন , দেহ হয়েযায় স্থির ছবির মত । চোখের পাতা বন্ধ করতে না করতেই সে সামনে এসে দারায়, চেনা গন্ধে মন মাতায় আর হাত ধরে নিয়া যায় স্বর্গের দিকে। যার দেহের যৌবনের ঐশ্বর্যের স্রতে ভাসিয়ে নিয়ে যায় মন প্রান , আনে চঞ্চলতা , সাগরের ঢেউ এর মত আছারে পরতে চায় তার পানে । কথা পাখির সুর ,মনের জানালায় কান পেতে শনা যায় তার প্রতিধ্বনি । যার সৃতি মনকে তরুলতার মত সবসময় মায়ায় জরিয়ে রাখে - তাকে কি কখনো মনের পৃষ্ঠা থেকে ছিরে ফেলা যায় ? যে খানে তমার মধ্যে হয়ে গেছি আমি আর তুমি হয়ে আছো আমার মনের মধ্যে জীবনের তৃশ্নার সুধা হয়ে।
তমাকে মন থেকে ছিরে ফেলা মানে আমাকে………………।।
লিখেছেন- এস এম মসফিক মাসুদ
mosficq.masud@gmail.com