সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » একটি ভার্চুয়াল ভালবাসা এবং…
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » একটি ভার্চুয়াল ভালবাসা এবং…
৪৮৯ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি ভার্চুয়াল ভালবাসা এবং…

তখন আমি, KUET এর শেষ বছরের ছাত্র, রোজার ঈদ এর আগে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি l এমন সময় এক বন্ধু রুমে আসলো l তখন কথায় কথায় ওকে বললাম, দোস্ত বাড়ি যাব, কিন্তু বাসায় তো সময় কাটানো অনেক মুস্কিল, কিছু করার মত থাকে না বাসায় গেলে l সে মোবাইল চ্যাট করা যায় এমন একটা ওয়েবসাইট দিল, আর বলল ‘চ্যাট করিস, মজা পাবি l’ আসলেই মজা পেয়েছিলাম,এই ওয়েবসাইট এর মাধ্যমেই শুরু হয় আমার - না আমাদের ‘ভার্চুয়াল ভালবাসা`’l
২১ অক্টোবর,২০০৬; সকালে ঘুম থেকে উঠেই ঢুকলাম চ্যাট করতে l বয়সের দোষ অথবা testosteron হরমোন এর প্রভাবে একটি মেয়েকে hi! দিয়েই ফেললাম l ওদিক থেকে কোনো সারা পেলাম না l কিছুক্ষণ পরে আমি আবার জিগ্যেস করলাম - ‘would you like to chat?’ তখনও জানতাম না যে চ্যাট এ অনেক কিছুর সংক্ষিপ্ত রূপ আছে, কারণ চ্যাট এর দুনিয়ায় ওটা ছিল আমার দ্বিতীয় দিন, তাই পূর্ণ শব্দ ব্যবহার করছিলাম আমি l এতক্ষণে ওপাস থেকে সারা এলো ‘hello! ASL pls?’ মর জ্বালা!!! hello, এইটা ছাড়া আর কিছুই বুজলাম না l সাথে সাথেই নেট ঘেটে ASL আর pls এর মানে উদ্ধার করে উত্তর দিলাম l কিছু সত্য, কিছু মিথ্যার আশ্রয়ে প্রায় পুরো সকালটা চ্যাট এই কাটল l এরই মধ্যে একবার আমি তাকে মোবাইল নম্বর দিতে অনুরোধ করি, সে বলে আমি যেন আমার নম্বরটা আগে দেই, আমি নাম্বারটা দিলাম, এরপর আর ওপাশ থেকে কোনো সারা নেই l মনটা খুব খারপ হয়ে গেল- শেষে একটা ইনবক্স করলাম, ‘আমার নাম্বার টা নিলা, কিন্তু তোমার নাম্বারটা দিলা না l’
গোসল করে, দুপুরে খেয়েই আবার ইনবক্স এ ঢুকলাম l লেখা আছে -‘আমি তো আপনার কোনো নাম্বার পাই নি, আবার পাঠান l’ আসলে ওই সময় ঈদ এর আগে গ্রামীনফোনের নেটওয়ার্ক খুব বাজে থাকত l কোনো ফোন, মেসেজ সহজে যেত না l আমি আবার নাচতে নাচতে আমার নাম্বার পাঠালাম, কিছুক্ষণ পরেই তার নাম্বারটাও পেলাম l সেদিন আর কোনো যোগাযোগ হলো না l
২২ অক্টোবর,২০০৬; তখনও ঘুমাচ্ছিলাম, সকাল ১০ টা পার হয়ে গেছে, মোবাইল এ রিং হচ্ছে , মোবাইল হাতে নিয়ে দেখি, সেই নাম্বার থেকে ফোন আসছে l ভাবলাম এটা নিশ্চই কোনো ছেলের নাম্বার, কোনো মেয়ে তো এভাবে ফোন দেওয়ার কথা না!!! দুইবার রিং হলো-ধরলাম না, তৃতীয়বারে ধরলাম, শুনলাম একটা মেয়েরই কন্ঠসর l কিছুক্ষণ মনে হলো আমি অন্য কোনো জগতের বাসিন্দা অথবা স্বপ্ন দেখছি l এরপর দুপুরে, বিকালে, রাতে আমি অনেক কয়বার ফোন দিলাম, কথা চলতে লাগলো অবিরাম, একটা অজানা ভালোলাগা গ্রাস করতে শুরু করলো, কখন যে ভালবাসতে শুরু করলাম, সেটাও বুজলাম না l এলো দেখা করার পালা , দিন ঠিক হলো … সময় যেন আর ফুরোতে চায় না, সেই দিনের অপেক্ষায় l
১০ নভেম্বর,২০০৬; এদিন ওর MBBS ভর্তি পরীক্ষার দিন ছিল l ঠিক হলো,পরীক্ষার পরে আমাদের দেখা হবে দুপুর ১২ টায়, কিন্তু প্রশ্ন ফাস হয়ে যাওয়ার কারণে, পরীক্ষা পিছিয়ে যায় l আমরা আমাদের দেখা করার সিদ্ধান্ত ঠিক রাখি, আর পরীক্ষা পেছানোর কারণে দেখা করার সময় ২ ঘন্টা এগিয়ে আসে l মনে মনে যে প্রশ্ন ফাস করেছে, তাকে ধন্যবাদ দেই l আমি প্রায় ১২ ঘন্টার ভ্রমন করে সকাল ৮.৩০ এ ওখানে পৌছাই l কেমন যেন সবকিছু লাগছিল, একটা চাপা অস্থিরতা কাজ করছিল l ১০ টা বেজে গেল, এখনও এলো না, অস্হিরতা বাড়তেই থাকলো l ১০.০৭ এ সে আসলো, বেশি কথা হলো না, আমার সামনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে থাকল l আমিও আসলে একটা ঘোরের মধ্যে সময় পার করছিলাম l ঐদিন যে কি বলেছিলাম, কি করেছিলাম- ঠিক মনে করতে পারি না l আমরা আমাদের ভার্চুয়াল দুনিয়া থেকে , বাস্তবতায় নেমে আসলাম!
এরপর কেটে গেছে অনেকগুলো বছর; একসাথে সুখে-দুক্ষে, হাসিতে-কান্নায়, কিছু সুখ-স্মৃতি, কিছু আনন্দ-বেদনাতে l প্রথম দেখার দিন- নাকি আমি তাকে বলেছিলাম, ‘ এই পাগল ছেলেটার হাত সারাজীবনের জন্য ধরবা?’ আমার ঠিক মনে নেই lএখন জিগ্যেস করতে চাই, ‘এভাবেই আমার হাত সারাজীবনের জন্য ধরে থাকবা তো ?’

লিখেছেন-মোক্তাদির
জার্মানি
তনুজা নাজমুল কে উদ্দেশ্য করে লিখা !



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০