সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » একটি ভার্চুয়াল ভালবাসা এবং…
একটি ভার্চুয়াল ভালবাসা এবং…
তখন আমি, KUET এর শেষ বছরের ছাত্র, রোজার ঈদ এর আগে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি l এমন সময় এক বন্ধু রুমে আসলো l তখন কথায় কথায় ওকে বললাম, দোস্ত বাড়ি যাব, কিন্তু বাসায় তো সময় কাটানো অনেক মুস্কিল, কিছু করার মত থাকে না বাসায় গেলে l সে মোবাইল চ্যাট করা যায় এমন একটা ওয়েবসাইট দিল, আর বলল ‘চ্যাট করিস, মজা পাবি l’ আসলেই মজা পেয়েছিলাম,এই ওয়েবসাইট এর মাধ্যমেই শুরু হয় আমার - না আমাদের ‘ভার্চুয়াল ভালবাসা`’l
২১ অক্টোবর,২০০৬; সকালে ঘুম থেকে উঠেই ঢুকলাম চ্যাট করতে l বয়সের দোষ অথবা testosteron হরমোন এর প্রভাবে একটি মেয়েকে hi! দিয়েই ফেললাম l ওদিক থেকে কোনো সারা পেলাম না l কিছুক্ষণ পরে আমি আবার জিগ্যেস করলাম - ‘would you like to chat?’ তখনও জানতাম না যে চ্যাট এ অনেক কিছুর সংক্ষিপ্ত রূপ আছে, কারণ চ্যাট এর দুনিয়ায় ওটা ছিল আমার দ্বিতীয় দিন, তাই পূর্ণ শব্দ ব্যবহার করছিলাম আমি l এতক্ষণে ওপাস থেকে সারা এলো ‘hello! ASL pls?’ মর জ্বালা!!! hello, এইটা ছাড়া আর কিছুই বুজলাম না l সাথে সাথেই নেট ঘেটে ASL আর pls এর মানে উদ্ধার করে উত্তর দিলাম l কিছু সত্য, কিছু মিথ্যার আশ্রয়ে প্রায় পুরো সকালটা চ্যাট এই কাটল l এরই মধ্যে একবার আমি তাকে মোবাইল নম্বর দিতে অনুরোধ করি, সে বলে আমি যেন আমার নম্বরটা আগে দেই, আমি নাম্বারটা দিলাম, এরপর আর ওপাশ থেকে কোনো সারা নেই l মনটা খুব খারপ হয়ে গেল- শেষে একটা ইনবক্স করলাম, ‘আমার নাম্বার টা নিলা, কিন্তু তোমার নাম্বারটা দিলা না l’
গোসল করে, দুপুরে খেয়েই আবার ইনবক্স এ ঢুকলাম l লেখা আছে -‘আমি তো আপনার কোনো নাম্বার পাই নি, আবার পাঠান l’ আসলে ওই সময় ঈদ এর আগে গ্রামীনফোনের নেটওয়ার্ক খুব বাজে থাকত l কোনো ফোন, মেসেজ সহজে যেত না l আমি আবার নাচতে নাচতে আমার নাম্বার পাঠালাম, কিছুক্ষণ পরেই তার নাম্বারটাও পেলাম l সেদিন আর কোনো যোগাযোগ হলো না l
২২ অক্টোবর,২০০৬; তখনও ঘুমাচ্ছিলাম, সকাল ১০ টা পার হয়ে গেছে, মোবাইল এ রিং হচ্ছে , মোবাইল হাতে নিয়ে দেখি, সেই নাম্বার থেকে ফোন আসছে l ভাবলাম এটা নিশ্চই কোনো ছেলের নাম্বার, কোনো মেয়ে তো এভাবে ফোন দেওয়ার কথা না!!! দুইবার রিং হলো-ধরলাম না, তৃতীয়বারে ধরলাম, শুনলাম একটা মেয়েরই কন্ঠসর l কিছুক্ষণ মনে হলো আমি অন্য কোনো জগতের বাসিন্দা অথবা স্বপ্ন দেখছি l এরপর দুপুরে, বিকালে, রাতে আমি অনেক কয়বার ফোন দিলাম, কথা চলতে লাগলো অবিরাম, একটা অজানা ভালোলাগা গ্রাস করতে শুরু করলো, কখন যে ভালবাসতে শুরু করলাম, সেটাও বুজলাম না l এলো দেখা করার পালা , দিন ঠিক হলো … সময় যেন আর ফুরোতে চায় না, সেই দিনের অপেক্ষায় l
১০ নভেম্বর,২০০৬; এদিন ওর MBBS ভর্তি পরীক্ষার দিন ছিল l ঠিক হলো,পরীক্ষার পরে আমাদের দেখা হবে দুপুর ১২ টায়, কিন্তু প্রশ্ন ফাস হয়ে যাওয়ার কারণে, পরীক্ষা পিছিয়ে যায় l আমরা আমাদের দেখা করার সিদ্ধান্ত ঠিক রাখি, আর পরীক্ষা পেছানোর কারণে দেখা করার সময় ২ ঘন্টা এগিয়ে আসে l মনে মনে যে প্রশ্ন ফাস করেছে, তাকে ধন্যবাদ দেই l আমি প্রায় ১২ ঘন্টার ভ্রমন করে সকাল ৮.৩০ এ ওখানে পৌছাই l কেমন যেন সবকিছু লাগছিল, একটা চাপা অস্থিরতা কাজ করছিল l ১০ টা বেজে গেল, এখনও এলো না, অস্হিরতা বাড়তেই থাকলো l ১০.০৭ এ সে আসলো, বেশি কথা হলো না, আমার সামনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে থাকল l আমিও আসলে একটা ঘোরের মধ্যে সময় পার করছিলাম l ঐদিন যে কি বলেছিলাম, কি করেছিলাম- ঠিক মনে করতে পারি না l আমরা আমাদের ভার্চুয়াল দুনিয়া থেকে , বাস্তবতায় নেমে আসলাম!
এরপর কেটে গেছে অনেকগুলো বছর; একসাথে সুখে-দুক্ষে, হাসিতে-কান্নায়, কিছু সুখ-স্মৃতি, কিছু আনন্দ-বেদনাতে l প্রথম দেখার দিন- নাকি আমি তাকে বলেছিলাম, ‘ এই পাগল ছেলেটার হাত সারাজীবনের জন্য ধরবা?’ আমার ঠিক মনে নেই lএখন জিগ্যেস করতে চাই, ‘এভাবেই আমার হাত সারাজীবনের জন্য ধরে থাকবা তো ?’
লিখেছেন-মোক্তাদির
জার্মানি
তনুজা নাজমুল কে উদ্দেশ্য করে লিখা !