সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » বন্ধু কেমন আছো তুমি
বন্ধু কেমন আছো তুমি
বন্ধু,
এই কেমন আছো তুমি? একটু দেরী হয়ে গেল, রাগ করেছো বুঝি ? আসলে পথে না, অনেক যানযট ছিল কি করবো বলো ? একবার তাকাও
তো আমার দিকে, এ কি তোমার মুখটা এমন শুকনো কেন ? আমার চোখের দিকে তাকাও, এখন আমার হাতের উপর হাত দুটো রাখ, সত্তি করে
বলোতো তোমার কি হয়েছে ? মনটা খারাপ কেন ? আমি না বলেছি , একটুও মন খারাপ করবে না তুমি, আবারও সেই একই কথা ভাবছো ?
সামান্য বেতন এর চাকরী, তাই দিয়ে পরিবারের ভরণ-পোষণ, পাশাপাশি নিজের পড়াশোনার খরচ, সামান্য টাকাই এত কিছু কিভাবে চলবে,
কত দিন চলবে , কি গো এটাই ভাবছো তো ? বলো ঠিক বলিনি ? এই পাগল, এই জন্য কি কেউ এতো মন খারাপ করে ? দেখ, এক দিন সব
কিছু ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোমার পাশে, আজও ঠিক যে ভাবে তোমার হাত টা ধরে আছি, সারা জীবন এ ভাবে ধরে থাকব গো।
দেখ তোমার লক্ষী তোমাকে ছেড়ে কখনো যাবে না। এবার একটু হাসো তো, কি হলো একটু খানি হাসো না, হাসি মুখে তোমাকে অনেক সুন্দর
লাগে জানো, কত দিন পর দেখা হলো , কই একবারও তো আমাকে লক্ষী বলে ডাকলে না । এই ডাকটা শোনার জন্য যে আমার মনটা ব্যাকুল
হয়ে আছে,বন্ধু, এই বন্ধু , এক বার ডাকোনা আমাকে লক্ষী বলে, খুব শুনতে ইচ্ছে করছে গো। তুমি না স্বপ্ন দেখ, একদিন তোমার মনের
লক্ষীকে, ঘরের লক্ষী করবে, ছোট্ট একটা সংসার হবে আমাদের, জান , আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আচ্ছা, তোমার মনে আছে,
আমাদের প্রথম পরিচয়ের কথা ? মাত্র ২ মিনিট কথা হয়েছিল , আজও ভুলতে পারিনি। বারবার মনে পরতো, তোমার এই কন্ঠ আমাকে পাগল
করে ছিল সেই দিন। হইতো শুধু কন্ঠ শুনে ভালবেসে ছিলাম তোমাকে, ভালবাসা বোধ হয় জীবনে এমন করে আসে, তারপর এক মন্দিরে দুই
বছর পর দেখা। কি ভয়টা না পেয়েছিলাম সে দিন। ভয়ে গলাটা শুকিয়ে গিয়েছিল, লজ্জ্বায় তাকাতে পারিনি তোমার দিকে। কিন্তু আজ তোমার
ভালবাসা আমার সকল ভয়কে জয় করেছে। তোমার ভালবাসার কাছে আমি ঋণী। মনে পরে, এক দিন রাতে স্বপ্ন দেখে ফোনে আমাকে কি
বলেছিলে? বলেছিলে ,” লক্ষীটি আমাকে ছেড়ে যাস না, বল কখনো যাবি না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আমি যে তোকে
অনেক ভালবাসি, অনেক বেশি ভালবাসি রে “। আমি সেই দিন চুপচাপ শুনেছিলাম , কিন্তু বলতে পারিনি। আমিও যে তোকে অনেক
ভালবাসি রে। কবে, কখন দুজন দুজনকে ভালবাসি কথাটি বলেছিলাম মনে নেই। কিন্তু আজ বলছি ভালবাসি ভালবাসি ভালবাসি ।সে দিন ঠিক এভাবে তোমার মনটাকে আমি ভাল করেছিলাম, প্রায় এক বছর হতে গেল, তোমার সাথে আমার দেখা হয়না, কবে আসবে তুমি?
তোমাকে কতোদিন দেখি না। বড় বেশি দেখতে ইচ্ছে করে গো। কবে আবার আমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলবে, লক্ষী এই তো
আমি এসেছি , তোমার বুদ্ধু সকল কাজ ফেলে রেখে তোমার কাছে ছুটে এসেছে। শুধু মাত্র তোমার জন্য। কবে আবার আমাকে বুকের মাঝে
জড়িয়ে নেবে বলোতো ? চলে এসো না আমার কাছে, অনেক অনেক ভালবাসবো তোমায়। আমাকে কথা দাও, এই ভালবাসা দিবসে তুমি
আসবে , আমার হাতটি ধরে বলবে, লক্ষী তোমাকে ভালবাসি, ভালবাসি, ভালবাসি অনেক বেশি ভালবাসি ।
তোমার অপেক্ষায় ,
তোমার লক্ষী ।
লিখেছেন-লক্ষী
খুলনা।