সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » ভালবাসার চিঠি
ভালবাসার চিঠি
এিনা। তোমাকে আমি এই নামেই ডাকতাম। এটা তুমি জান আর শুধু আমি। আচ্ছা, তুমি কি মনে করতে পার কখন আমি তোমার সাথে প্রথম কথা বলি ? কলেজ , সুলভদার ক্যন্টিন। যেখানে তখন প্রচন্ড ভিড় আর আমি চায়ের ফরমায়েশ দিচ্ছিলাম আর তুমি কিছুই নিতে পারছিলেনা ভিড়ের জন্য। পরে আমিই তোমাকে সিংগারা আর চিপস্ নিয়ে দিলাম আর তুমি আমাকে থ্যংকস্ বলে চলে গেলে। পরে তোমাকে আমি কিছু বলতে চেয়েছি। কিন্তু কখনো তুমি জানতে চাওনি আমার মনের বৃহৎ আকারের ছোট্ট একটি কথা। প্রতিষ্ঠিত না হলে প্রেমটা আসলে তেমনটা জমেনা। যেমনটা হয়েছে আমার ক্ষেএে। তাইতো কাছে পেয়েও হারাতে হয়েছে তোমাকে। তুমি হয়ত জাননা , জৗবনে আমি এভাবে কারো প্রেমে পড়িনি। আমরা দুজন সমবয়সী ক্লাসমেট। অবশ্য তুমি জানতে যে , আমার আর্থিক অবস্তাও একটু নড়বড়ে। তোমাকে ভালবেসে আমি কিছু পেয়েছি কিনা আন্দাজ করেও বলতে পারবনা। তবে হারিয়েছি অনেক। যেমনটা শোনলে তুমি সত্যিই অবাক হবে। কিছু উদাহরণ যেগুলু প্রতিনিয়তই ঘটে যেমন- কোচিং শেষে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিংবা একসাথে হাটছি তখনিই হঠাৎ করে তোমার আগমন। বন্ধুরা কেউই তখন আমার সাথে কথা বলেনা। তোমাকে নিয়েই ওরা ব্যস্ত থাকে। আরে আমি তোমার চোখে চোখ রাখাতো দূরের কথা তোমার সামনে দাড়াবারও সাহস পাইনা তখন। আমি জানি তোমার প্রতি আমার প্রেমের কথা বন্ধুদের মাঝে জানাজানি হওয়ার পর থেকে আমার কাছের বন্ধুরা কেউ আর আমাকে সহজ ভাবে মেনে নিতে পারেনি। ক্লাস থেকে বের হয়ে , পরীক্ষা শেষে , কিংবা কলেজের ক্যম্পাসে বন্ধুরা সবাই তোমার জন্যই অপেক্ষা করে তোমার সাথে দেখা করার জন্য। সত্যি বলতে কি , আমিও কেবল কলেজ যাই তোমাকে একটু দেখার জন্য। কিন্তু সামনাসামনি গিয়ে আর কিছই বলা হয়না। কারণ বন্ধুরা যে আমাকে বাধ্য করেছে আমি যেন তোমার সাথে আর কোন সম্পর্ক না রাখি। এতে আমাদের বন্ধুদের সম্পর্ক টিকে থাকবে। আমি জানিনা এ কেমন বন্ধুত্ব। তবে এটা জানি আমি যে কেবল তোমাকেই ভালবাসি।
লিখেছেন- বিশাল বড়ুয়া
কতোয়ালি, চট্টগ্রাম