সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » সায়মা তোমাকে ভালবাসি
সায়মা তোমাকে ভালবাসি
প্রিয় সায়মা,
আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ভালবাসতে শুরু করেছি আজ থেকে ৭টি বছর আগে। আমি যখন থেকে তোমাকে ভালবাসা শুরু করি তখন আমার মনে এমন কোন চাওয়া ছিল না যে যদি তুমি আমাকে ভালবাস তবেই আমি তোমাকে ভালবাসব। আমি মনে করি ভালবাসা নিশর্তহীন সুতরাং তুমি যদি আমাকে ভাল না বাস তাতে আমার কোন দুঃখ ছিল না এবং থাকবেও না।আমি তোমাকে ভালবাসি, কেন আমি তোমাকে ভালবেসেছি এই প্রশ্নটি কখনো আমার মাথায় উঁকি দেয় নি এমনকি আজ পর্যন্তও। আমি যখন আমার দুই চোখ বন্ধ করি তখন তোমাকে আমার পাশে দেখি।আমি যখন আমার দুই চোখ খুলি তখনও তোমায় দেখি আমার হৃদয়ের কোটরে সযতনে রাখা তোমার প্রতিচ্ছবিগুলোতে। প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত আমি তোমাকে অনুভব করি।পুর্ণিমার চাঁদের সাথে আমি কখনো তোমাকে তুলনা করতে পারি নি কারণ তুমি আমার নিকট পুর্ণিমার চাঁদ থেকে অনেক অনেক বেশি সুন্দর। আজ যে ৭টি বছর অতিক্রান্ত হতে চলল, এই ৭টি বছরের এমন কোন দিন ছিল না যেদিন অন্ততঃ একবার হলেও তোমার কথা আমার মনে পড়ে নি। তুমি যদিও আমাকে বলেছ তোমাকে ভুলে যেতে, আমি কখনো তোমাকে ভুলতে পারব না এবং আমি তা চাই ও না। তুমি আমার প্রথম এবং শেষ ভালবাসা। স্রষ্টা তোমাকে আমার জন্যই সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন তোমাকে ভালবাসার জন্য। তুমি আমার, আমি তোমাকে ভালবেসে যাব চিরদিন। আজ যে তুমি আমার পাশে নেই - তাতে কী হয়েছে, আমি তোমাকে একই ভাবে ভালবেসে চলেছি। এটা এর জন্য নয় যে আমি আর কাউকে পাই নি ভালবাসার জন্য, তোমাকে ভালবাসি বলে আমি সূখী এবং আনন্দিত। আমি এই আনন্দকে নষ্ট করতে চাই না। আমি তোমাকে, আমাকে ভুলে যেতে দিব না। ভালবাসা পুরোপুরি একটি জীবনের মত। এটি সবসময় সহজ আচরণ করে না, এটি সবসময় আনন্দ বয়ে আনে না - এই চির সত্যটি আমি ভাল করে জানি। কিন্তু আমি যেহেতু জীবন কে বয়ে নিয়ে যাচ্ছি, কেন আমি তোমাকে ভালবাসা বন্ধ করব? তুমি আমার জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদানকারী। আমার আজকের এই অবস্থানের পেছনে আমাকে উদ্দেশ্য করে তোমার সেই লেখাটি - ‘ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ আর মাই ব্রাদার, ইউ আর এ ব্রিলিয়্যান্ট বয়, নট লাইক আদার্স’ বেশি কাজ করেছে এবং করবে। আমি যেদিন তোমার সাথে কলহ করে কলেজের সামনের চেয়ার ছেড়ে সবার পেছনের চেয়ারে চলে গিয়েছিলাম সে থেকে আজকে ৭ বছর পর্যন্ত আমি আর কোনওদিন এমনকি ভার্সিটিতে এসে ভুলেও কখনো ক্লাসে সবার পেছনের চেয়ার ছাড়া বসিনা এবং বসবও না। তোমার সাথে যেদিন থেকে আমার কথা বলা বন্ধ হয়ে গেল সেদিন থেকে আজকে ৭ বছর পর্যন্ত আমি ক্লাসের কোন মেয়ের সাথে কথা বলি না। আমি জানিনা তুমি আমার এসব পাগলামি বিশ্বাস করবে কিনা তবে আমি যা বলছি তার ষোল আনাই সত্যি।আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার কাছে ফিরে আসবে যদিও আমার বন্ধুরা বলে এটি অসম্ভব। আমি তাদেরকে বলি পৃথিবীতে ভালবাসা এমন একটি বিষয় যেখানে অসম্ভব বলে কিছুই নেই। তুমি আমাকে বলেছ তুমি অন্য একজনকে ভালবাস কিন্তু আমি বিশ্বাস করি আমার আর তোমার মাঝে তৃতীয় কোন ব্যক্তি থাকতে পারে না এবং থাকবেও না। এই বিদায় বেলায় তোমাকে শুধু বলতে চায় যেখানে যখন তোমার ভালবাসার প্রয়োজন হবে, শুধু স্মরণ রাখবে তোমার এক বন্ধু আছে যে তোমাকে ভালবাসার জন্য তার প্রাণ উৎসর্গ করতে সদা-সর্বদা প্রস্তুত রয়েছে ।
তোমার ভালবাসার ভিখারী
আনিস
লিখেছেন-মুহাম্মাদ আনিসুল ইসলাম
ঠিকানাঃ ৩০৮, কবি জসীম উদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়