শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » মাইক্রোসফটের টাচস্ক্রিন ল্যাপটপ আসছে
মাইক্রোসফটের টাচস্ক্রিন ল্যাপটপ আসছে
বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। উইন্ডোজ৮ বিক্রি বাড়ানোর পাশাপাশি মাইক্রোসফট নতুন টাচস্ক্রিন নির্ভর ডিভাইস দিয়ে বাজারে প্রতিদ্বন্দ্বিতায় নামছে। গত ২৬ অক্টোবর বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ছয় কোটি উইন্ডোজ৮ বিক্রি হয়েছে, যা অপারেটিং সিস্টেমটির (ওএস) ক্রমবর্ধমান জনপ্রিয়তারই পূর্বাভাস। এই ওএসভিত্তিক মাইক্রোসফটের নিজস্ব টাচস্ক্রিন ল্যাপটপ ও কনভার্টিবল বাজারে ব্যাপক সাড়া ফেলতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট কর্তৃপক্ষ। এ সপ্তাহের শুরুতে সারফেসের নতুন দু’টি সংস্করণ বাজারে ছেড়েছে মাইক্রোসফট। ইন্টেলের চিপ-নির্ভর এসব যন্ত্র সব ধরনের উইন্ডোজ প্রোগ্রাম চালাতে সম। ব্যবসায়ীরা এতে দারুণ আকৃষ্ট হচ্ছেন। তিন বছর আগে বাজারে ছাড়ার পর প্রথম দিকে উইন্ডোজ৭ ওএস তেমন বাজার পায়নি। কিন্তু ক্রমান্বয়ে এটি শীর্ষস্থান দখল করতে সম হয়। উইন্ডোজ৮ও একইভাবে সাফল্য পাবে। বর্তমানে টাচস্ক্রিন ল্যাপটপ ও কনভার্টিবলের দিকে নজর দিয়েছে মাইক্রোসফট। ফরেস্টার রিসার্চের জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী মাত্র দুই শতাংশ তথ্যপ্রযুক্তি কর্মী কাজের জন্য উইন্ডোজনির্ভর ট্যাবলেট ব্যবহার করছেন। তবে এদের ৩২ শতাংশ পরবর্তী কাজের ট্যাবলেট হিসেবে সারফেস ব্যবহারে আগ্রহী। সারফেস প্রোর সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে এতে এমএস অফিসের পূর্ণাঙ্গ সংস্করণ রয়েছে, যার ওপর নির্ভর করে এ ট্যাবলেটকে পুরোপুরি কার্যকর ট্যাবলেট হিসেবে বর্ণনা করতে পারে মাইক্রোসফট।