বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় গঠিত হল সাইবার ট্রাইব্যুনাল
ঢাকায় গঠিত হল সাইবার ট্রাইব্যুনাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীন সংঘটিত অপরাধ দ্রুত ও কার্যকর বিচারের লক্ষ্যে ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইনের অধীন সারা দেশের অপরাধের ঘটনাই এই ট্রাইব্যুনালের বিচারের আওতাভুক্ত হবে।
আইন মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ২৮ জানুয়ারির এক প্রজ্ঞাপনে নতুন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এর মাধ্যমে দেশে প্রথম এ ধরনের মামলার বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হলো।
সম্প্রতি ব্রাসেলসপ্রবাসী এক আইনজীবীর সঙ্গে স্কাইপে কথোপকথনকে কেন্দ্র করে বিতর্ক উঠলে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।