![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গ্লোবাল ব্র্যান্ড এর উপহার
গ্লোবাল ব্র্যান্ড এর উপহার
যশোরের পৌর কমিউনিটি সেন্টারে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৩’ মেলায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড তাদের বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে অংশ গ্রহন করেছে। আসুস এই মেলার গোল্ড স্পন্সর। ৫ দিন ব্যাপি এই মেলায় থাকছে আসুস প্যাভিলিয়ন, এতে বিভিন্ন মডেলের সর্বনিম্ন ২২,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৪৬,৫০০/- টাকার মধ্যে আসুসের ল্যাপটপ এবং ই পিসি নেটবুক পাওয়া যাবে। মেলা উপলক্ষ্যে প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুকের সাথে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় জ্যাকেট এবং ল্যাপটপ পরিষ্কার সামগ্রী। এছাড়া এই মেলায় যশোরের রাম কম্পিউটার, জান কম্পিউটার, নাথ কম্পিউটার এবং অর্পানেট কম্পিউটার আসুসের পার্টনার হিসেবে অংশ গ্রহন করছে। অফারসহ পণ্যগুলো আসুস প্যাভিলিয়নসহ উক্ত পার্টনারদের স্টলসমূহেও পাওয়া যাবে। অফারগুলো শুধু মাত্র মেলার জন্য প্রযোজ্য এবং মেলা চলেছে ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত।