![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নেটবুক ক্রয়ে মোবাইল ফোন ফ্রি
নেটবুক ক্রয়ে মোবাইল ফোন ফ্রি
বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত যশোর ডিজিটাল এক্সপোতে নেটবুকের সাথে মোবাইল ফোন উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই মেলায় প্লাটিনাম স্পন্সর কম্পিউটার সোর্স এর জনপ্রিয় ব্র্যান্ড ফুজিৎসু, নরটন এবং ফক্সকন। মেলায় ফুজিৎসুর হালনাগাদ মডেলের লাইফবুক, নরটন এন্টিভাইরাস ও ফক্সকন মাদারবোর্ড প্রদর্শিত হচ্ছে। একইসাথে প্রোলিংক নেটবুক ক্রয়ে উপহার হিসেবে দেয়া হচ্ছে মোবাইল ফোন। আর একই ব্র্যান্ডের ইউপিএস ও নেটওয়ার্ক পণ্য ক্রয়ে দেয়া হচ্ছে নগদ মূল্য ছাড়।
প্রসঙ্গত, বুধবার সকালে মেলা উদ্বোধন শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সাত্তার, জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান, যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম মারুফ, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার প্রমুখ কম্পিউটার সোর্স এর প্রতিটি প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখেন।