বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ব্ল্যাকবেরির শেয়ারের দাম বাড়ছে
ব্ল্যাকবেরির শেয়ারের দাম বাড়ছে
নতুন স্মার্টফোন উন্মোচনের এক সপ্তাহের মধ্যেই ব্ল্যাকবেরির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো ব্ল্যাকবেরির শেয়ারকে কেনার তালিকায় রাখার পর গত সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। খবর রয়টার্সের।
নাসডাক শেয়ারবাজারে গত সোমবার ব্ল্যাকবেরির শেয়ারের দাম ১২ দশমিক ২ শতাংশ বেড়ে ১৪ ডলার ৬৩ সেন্ট হয়। আর টরন্টোতে ব্ল্যাকবেরির শেয়ারের দাম ১২ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ১৪ কানাডিয়ান ডলার। কোম্পানির নাম পরিবর্তন হওয়ার পর গত সোমবার থেকে আরআইএমের পরিবর্তে ‘বিবি’ প্রতীক দিয়ে ব্ল্যাকবেরির লেনদেন শুরু হয়।
একসময় স্মার্টফোনের বাজারে শীর্ষে ছিল ব্ল্যাকবেরি। কিন্তু আইফোন আসার পর থেকে প্রতিষ্ঠানটি ক্রমেই বাজার হারাতে থাকে। নতুন স্মার্টফোন ব্ল্যাকবেরি জেড১০ দিয়ে হারানো বাজার পুনরুদ্ধার করতে চাইছে প্রতিষ্ঠানটি। গবেষণা সংস্থা আইডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরির দখল ৫ শতাংশেরও কম।