বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাশ্রয়ী মূল্যে সার্ভার দিবে আইবিএম
সাশ্রয়ী মূল্যে সার্ভার দিবে আইবিএম
সার্ভারের বাজারে দখল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)। এ লক্ষ্যে চলতি মাসের শেষ থেকে অপেক্ষাকৃত কম মূল্যের সার্ভার বিক্রি করবে তারা। খবর এএফপির।
আইবিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রড অ্যাডকিনস এ বিষয়ে এএফপিকে বলেন, ‘একসময় ক্লাউড প্রযুক্তি ও বিশাল তথ্য ধারণক্ষমতার সার্ভার কেবল বড় বড় প্রতিষ্ঠানগুলো কিনতে পারত। এখন তা সবার কাছে পৌঁছে দেয়া হবে। ফেব্রুয়ারির শেষ দিকে ৫ হাজার ৯৪৭ ডলার দামের পাওয়ার এক্সপ্রেস৭১০ সার্ভার বিক্রি শুরু করব আমরা।’
সার্ভারটি পাওয়ার আর্কিটেকচার প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে তিনি জানান। আইবিএমের পক্ষ থেকে বলা হয়, ওরাকল এবং হিউলেট প্যাকার্ডের (এইচপি) তৈরি করা একই ধরনের সার্ভারের তুলনায় তাদেরটির দাম কম। অ্যাডকিনস বলেন, ‘নতুন সার্ভারটি দিয়ে আমরা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং উন্নয়নশীল দেশের বাজার ধরতে চাই।’ ফরেস্টার রিসার্চের বিশ্লেষক রিচ ফিচেরা বলেন, এর মাধ্যমে সার্ভারের বাজারে প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে। গতকাল মঙ্গলবার সার্ভারটি উন্মোচন করা হয়। ২০ ফেব্রুয়ারি থেকে এর বিক্রি শুরু হবে।