মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ই-মেইলটি কি চলে যাচ্ছে সাইবার অপরাধীর হাতে?
ই-মেইলটি কি চলে যাচ্ছে সাইবার অপরাধীর হাতে?
তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে চিঠির স্থান দখল করে নিয়েছে ই-মেইল। ইন্টারনেটভিত্তিক এ ব্যবস্থা মানুষের যোগাযোগকে যেমন সহজসাধ্য করেছে তেমনি অনেক ক্ষেত্রেই তা বিপদও ডেকে আনছে। তবে এটি প্রযুক্তির ত্রুটি নয়, বরং ত্রুটি ব্যবহারকারীরই।
গবেষকরা বলছেন, ই-মেইল বিনিময়ে একটি সামান্য ‘ডট’-এর ভুল ব্যবহারে আপনার মেইলটি চলে যেতে পারে সাইবার চোরদের হাতে। বহুল প্রচলিত কিছু ডমেইনের নামের বানানের ক্ষেত্রে যেসব ভুল করা খুব স্বাভাবিক তেমন কিছু নাম দিয়ে গবেষকরা পৃথক কিছু ডমেইন খোলেন। এর ফলে তারা কিছু ই-মেইল গ্রহণ করতে সক্ষম হন। স্বাভাবিকভাবে ভুল ঠিকানা ব্যবহার করা মেইল ডেলিভারি হয় না। মাত্র ছয় মাসে গবেষকরা প্রায় এক লাখ ২০ হাজার ভুল নামে পাঠানো ই-মেইল গ্রহণ করেন। যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ গিগাবাইট ডাটা। এসব মেইলের অনেকটাতেই ইউজার নেম, পাসওয়ার্ড এবং করপোরেট নেটওয়ার্কের বিস্তারিত বর্ণনাও ছিল। গডাই গ্রুপের গবেষক পিটার কিম ও গারেট গি-এর মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০ কোম্পানির ৩০ শতাংশই নিরাপত্তা ব্যবস্থার এ ঘাটতির কারণে ঝুঁকিতে রয়েছে।
এসব প্রতিষ্ঠান তাদের মূল ডমেইনের আওতাধীন সাব-ডমেইনগুলোকে আলাদা করতে ডট বা ফুলস্টপ ব্যবহার করে। এসব ডট বা ফুলস্টপ ব্যবহারে ভুল হলে মেইলটি আর কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে যাবে না বরং প্রেরকের কাছেই ফেরত চলে যাবে। কিন্তু সাইবার অপরাধীরা এ ধরনের কমন ভুল বানানের ডমেইন তৈরি করলে অসতর্কভাবে ঠিকানা লেখা মেইলগুলো সহজেই অপরাধীদের হাতে পেঁছে যাবে। সে সঙ্গে পৌঁছে যেতে পারে কোম্পানি বা ব্যক্তিগত অনেক গোপন তথ্যও। সূত্র বিবিসি অনলাইনের।