সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নকিয়ার নতুন ট্যাবলেট
নকিয়ার নতুন ট্যাবলেট
চলতি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এ অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে নকিয়া। প্রযুক্তি বিশ্লেষক ও সাংবাদিকদের ধারণা, আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন একটি ট্যাবলেট আনার জন্যই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কিছু দিন আগে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি সাইট ডিজিটাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্যাবলেট তৈরির জন্য কাজ করছে নকিয়া। উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমচালিত এ ট্যাবলেট তৈরির বিষয়ে এরই মধ্যে কোয়ালকম, মাইক্রোসফট এবং কমপ্যাল ইলেকট্রনিকসের সঙ্গে আলোচনা করেছে নকিয়া।
আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নকিয়ার ১০ দশমিক ১ ইঞ্চির ট্যাবলেটে দুটি ব্যাটারি থাকবে। একটি ডিভাইসের জন্য এবং আরেকটি কিবোর্ডের জন্য। নতুন এ ডিভাইসে ইউএসবি পোর্ট থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নকিয়ার নতুন ট্যাবলেটটি বাজারে আধিপত্য করা আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা বিশ্লেষকদের। বর্তমানে কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত বছর নকিয়ার কাছ থেকে শীর্ষ সেলফোন নির্মাতার মুকুট কেড়ে নেয় স্যামসাং। এছাড়া স্মার্টফোনের বাজারেও প্রতিষ্ঠানটি এখনো আশাজাগানিয়া সাড়া ফেলতে পারেনি।