সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ওয়ারিদের শেয়ার বিক্রি করবে সিংটেল
ওয়ারিদের শেয়ার বিক্রি করবে সিংটেল
পাকিস্তানের ওয়ারিদ টেলিকমে থাকা ৩০ শতাংশ শেয়ারের পুরোটাই বেচে দেয়ার পরিকল্পনা করছে সিঙ্গাপুরের অন্যতম সেলফোন অপারেটর সিংটেল। ১৫ কোটি ডলারের বিনিময়ে এ অংশ বেচার জন্য এরই মধ্যে ওয়ারিদের মূল মালিক আবুধাবি গ্রুপের সঙ্গে আলোচনা করেছে কোম্পানিটি। খবর টেলিকম এশিয়ার।
ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশের মালিক আবুধাবি গ্রুপ। ২০০৭ সালে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটির ৩০ শতাংশ মালিকানা ৭৫ কোটি ৮০ লাখ ডলারে কিনেছিল সিংটেল। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক প্রতিবেদনে সিংটেল জানায়, বিভিন্ন অর্থনৈতিক সূচক হিসাব করার পর এ বিক্রির কারণে ১৮ কোটি ৬৩ লাখ ডলার (২৩ কোটি সিঙ্গাপুরি ডলার) লোকসান হবে তাদের।
সিংটেল জানায়, বিনিয়োগ নিয়ে কৌশলগত এক পর্যালোচনার পরই ওয়ারিদের প্রতিদ্বন্দ্বীমূলক অবস্থান ও সুযোগ বিবেচনা করে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে আগ্রহী ক্রেতা ও আগ্রহী বিক্রেতার অবস্থানের ভিত্তিতে।
এদিকে এ লেনদেনের শর্ত হিসেবে পাকিস্তানি অপারেটরটির ছাড়া যেকোনো আইপিও কিংবা সম্ভাব্য বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বা মুনাফার সাড়ে ৭ শতাংশ পাবে সিংটেল। এতে কোম্পানিটিতে করা বিনিয়োগের কারণে সিংটেলের লোকসান অনেকটাই কমে যাবে।
লেনদেন সম্পন্ন হলে ওয়ারিদকে আর সিংটেলের আঞ্চলিক মোবাইল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে না। বর্তমানে লেনদেনের বিষয়টি ওয়ারিদের ঋণদাতাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ওয়ারিদে থাকা বিনিয়োগ প্রত্যাহার করার আগে আয়ালা সিস্টেমস টেকনোলজিস সিঙ্গাপুরে থাকা শেয়ার বিক্রি করে দেয়ার ঘোষণা দেয় সিংটেল। সিঙ্গাপুরি ওই কোম্পানিটির ৫১ শতাংশের মালিক সিংটেল। কোম্পানিটি জানায়, করপোরেট পুনর্গঠনের অংশ হিসেবেই অপেক্ষাকৃত কম লাভজনক প্রতিষ্ঠানগুলোর মালিকানা ছেড়ে দিচ্ছে তারা।