রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » ICT News » আইটি ক্ষেত্রে চীন সবচেয়ে ভীতিকর বলে মনে করেন Google এর প্রধান Erikh Schmidt
আইটি ক্ষেত্রে চীন সবচেয়ে ভীতিকর বলে মনে করেন Google এর প্রধান Erikh Schmidt
Google এর প্রধান Eric Schmidt মনে করেন যে আইটি ক্ষেত্রে চীন সবচেয়ে ভীতিকর। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ) চায়নাকে “সবচেয়ে পরিশীলিত এবং উর্বর” বিদেশী কোম্পানীর হ্যাকার হিসাবে উল্লেখ করেন। (WSJ) আরও বলে যে তাদের কম্পিউটার সিস্টেম চায়না বিশেষজ্ঞ হ্যাকার দ্বারা হ্যাক হয়েছে । the New York Times এ বলা হয় চায়না নিরবচ্ছিন্নভাবে গত চার মাসে তার হ্যাকিং কার্যক্রম করছে। কিন্তু চায়না তার এ অভিযোগ অস্বীকার করেছে। চীন এর পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্ক টাইমস এর অভিযোগটি “ভিত্তিহীন” বলে ‘বরখাস্ত করেন ।