শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » চাঁদপুরে বিজ্ঞান শিক্ষকদের নিয়ে কর্মশালা
চাঁদপুরে বিজ্ঞান শিক্ষকদের নিয়ে কর্মশালা
।। ইমতিয়াজ আহমেদ খান ।। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জাপান ভিত্তিক সাইন্স ফোরাম ২১ এর উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহযোগিতায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কর্মশালা - ২০১৩। সেমিনারে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের ২৫ জন বিজ্ঞান শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক ফিদা হাসান। অনুষ্ঠানে গ্রামের বিজ্ঞান শিক্ষার হার কমে যাওয়ার কারন, বিজ্ঞানের ভয় ভীতি দূরীকরণ ও গ্রামে বিজ্ঞান শিক্ষার চ্যালেঞ্জ এবং এই ব্যাপারে স্থানীয়দের কি করণীয় এবং বিজ্ঞানের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বাবিজসের পক্ষ থেকে বিজ্ঞানের পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা সহ, বেশ কিছু পরীক্ষা হাতে কলমে দেখানো হয়। বাবিজসের পক্ষে সেমিনারে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার আছিব চৌধুরী ইমতিয়াজ খান, আবদুল্লাহ আল মাহমুদ ও সাদিয়া। অনুষ্ঠান শেষে সকল শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।