শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » চট্টগ্রামে ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার
চট্টগ্রামে ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার
ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে সঠিক ধারণা ও গাইডলাইন দিতে চট্রগ্রামে এই প্রথম ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট এবং মাইসিস ইনস্টিটিউট অব আইটি। আজ বিকাল ৩ টায় জুবিলি সড়কের কাদের টাওয়ারে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।এই সেমিনারে ফ্রিল্যান্স আউটসোর্সিং, অনলাইন মার্কেটপ্লেস, কাজের ক্ষেত্র, ক্যারিয়ার গাইডলাইন সহ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হয়।কর্মশালা সম্পর্কে ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী আল-আমিন কবির জানান, বানিজ্যিক রাজধানী চট্রগ্রাম তথ্যপ্রযুক্তিতে প্রচুর মেধাবী তরুণ রয়েছে যাঁরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে দেশে শীর্ষে রয়েছেন। আবার ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়েও অনেক ভাল করছেন এ অঞ্চলের তরুণ-তরুণীরা। আর তাদের সফলতার সূত্র ধরে অন্যরাও এ ক্ষেত্রগুলোতে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তবে সঠিক গাইডলাইনের অভাবে শুরু করতে পারছে না। এ ধরণের সেমিনারের আয়োজন সে অভাবকে দূর করার জন্যই। সেমিনারে আরও আলোচনা করেন ডেভসটিম লিমিটেডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রাটেজিস্ট মাসুদুর রশীদ, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান এবং ওডেস্কের কান্ট্রি অ্যাম্বেসেডর মাহমুদ হাসান সানি সহ ডেভসটিম ইনস্টিটিউট ও মাইসিসের কর্মকর্তারা।