বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » গুগলের ক্রোম হ্যাকিংয়ে ৩১ লাখ ৪১ হাজার ৫৯০ ডলার পুরস্কার ঘোষণা
গুগলের ক্রোম হ্যাকিংয়ে ৩১ লাখ ৪১ হাজার ৫৯০ ডলার পুরস্কার ঘোষণা
তৃতীয়বারের মতো পনিয়াম হ্যাকিং প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। আগামী ৭ মার্চ ক্যানসেকওয়েস্ট সিকিউরিটি সম্মেলনে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম হ্যাকের ওপর মোট ৩১ লাখ ৪১ হাজার ৫৯০ ডলার পুরস্কার ঘোষণা করেছে গুগল। গণিতের পাই সংখ্যার আদলে এ পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে। খবর রেজিস্টারের।
স্যামসাং ৫৫০ ক্রোমবুকে ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটির ব্রাউজার অথবা সিস্টেমের প্রতিটি ত্রুটির জন্য প্রতিযোগীরা পাবেন ১ লাখ ১০ হাজার ডলার। এর অপারেটিং সিস্টেমের প্রতিটি ত্রুটি বের করার জন্য পাওয়া যাবে ১ লাখ ৫০ হাজার ডলার।
প্রতিযোগীতায় জয়ী হতে হলে গুগলকে এ অপারেটিং সিস্টেমের খুঁতের তালিকা দিতে হবে। কীভাবে এটি হ্যাক করা সম্ভব তাও দেখাতে হবে। এছাড়া ছোটখাটো আরো কিছু বিষয়ের জন্য এ প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা রেখেছে গুগল।
গুগলের ক্রোম নিরাপত্তা দলের ক্রিস ইভান্স এ বিষয়ে ক্রোমিয়াম ব্লগে লেখেন, প্রথাগত অপারেটিং সিস্টেম থেকে ক্রোম অপারেটিং সিস্টেম ভিন্ন। এটির খুঁত ধরার জন্যই সবচেয়ে বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ হ্যাকিং প্রতিযোগিতার জন্য এরই মধ্যে ব্যাপক প্রচারণা চালানো শুরু করেছে গুগল। এবার পুরস্কারের মূল্যমান আগের দুটির চেয়ে বেশি। প্রথমবারের প্রতিযোগিতায় পুরস্কার মূল্য ছিল ১০ লাখ ডলার। গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিযোগিতার পুরস্কার মূল্য ছিল ২০ লাখ ডলার। এবার পুরস্কারের অর্থ মূল্য ৩০ লাখ ডলার ছাড়িয়েছে।
হ্যাকারদের জন্য এবার সম্ভবত কাজটি আগের চেয়ে অনেক কঠিন হবে। কারণ গত দুই প্রতিযোগিতা থেকে পাওয়া ত্রুটিগুলো এরই মধ্যে সারিয়ে ফেলেছে গুগল। এছাড়া এর আগের প্রতিযোগিতাগুলো মূলত ছিল ক্রোম ব্রাউজার নিয়ে। এবারেরটি অপারেটিং সিস্টেম নিয়ে। বর্তমানে সবচেয়ে নিরাপদ অপারেটিং সিস্টেম হিসেবে ক্রোমকে দাবি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।