মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বিক্রি হচ্ছে ইয়াহু!!!
বিক্রি হচ্ছে ইয়াহু!!!
ইন্টারনেট সার্ভিস কোম্পানি এবং সার্চ জায়ান্ট ইয়াহু বিক্রি হয়ে যেতে পারে। ইয়াহুতে নতুন সিইও যোগ দেবার আগেই হয়তো ইয়াহু কিনে নিতে পারে কোনো ক্রেতা। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সম্প্রতি, ইয়াহু’র সাফল্যের ধারা ধরে রাখতে ব্যর্থ হবার কারণে বরখাস্ত করা হয়েছে সিইও ক্যারোল বার্টজকে। ইয়াহু বোর্ডের সদস্যরা ক্যারোল বার্টজকে অপসারণ করে প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা টিম মোর্সেকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দিয়েছেন।
প্রায় আড়াই বছর এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনের পর অপসারিত হলেন বার্টজ। তবে, তাকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও দিয়েছে ইয়াহু।
বোর্ড পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেই ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে।
সমালোচকেরা মনে করেন, অনুসন্ধান ও সামাজিক যোগাযোগের যে আকর্ষণীয় বাজার ছিল, ইয়াহু তা ধরতে ব্যর্থ হয়েছে। আর এ ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই সরে যেতে হলো ক্যারোল বার্টজকে।
সিইও অপসারণের পর আপাতত বিক্রি করে দেওয়াটাকে বুদ্ধিমানের কাজ মনে করছেন কর্তৃপক্ষ।
এদিকে ক্রেতাও জুটে গেছে। জানা গেছে, ইয়াহু কেনার দৌড়ে এগিয়ে আছে টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে, মাইক্রোসফটও ইয়াহু কিনতে ধান্দা করতে পারে। কারণ, ২০০৮ সালে সফল ইয়াহুকে ৪৫ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিলো মাইক্রোসফট।
কিন্তু সে সময় বিক্রি করেনি ইয়াহু কর্তৃপক্ষ। এখন বিফল ইয়াহুর জন্য কম দর হাঁকতে পারে মাইক্রোসফট। এদিকে, এওএল-এর সাবেক প্রধান নির্বাহী জন মিলারও ইয়াহু কিনে নেবার চেষ্টা করছেন।