মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » ডিআইআইটি’র শিক্ষার্থীদের জন্য ফ্রি ল্যাপটপ
ডিআইআইটি’র শিক্ষার্থীদের জন্য ফ্রি ল্যাপটপ
প্রযুক্তি নির্ভর বিশ্বের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
তথ্য প্রযুক্তিবিদদের আন্তর্জাতিকভাবে চাকরির বাজার উন্মুক্ত, তাই সিএসই গ্র্যাজুয়েটদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিএসইতে পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ইন্টানেটে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের এক বড় ক্ষেত্র তৈরি হয়েছে। ডিআইআইটি শিক্ষার্থীদের স্বল্প খরচে আউটসোসিং কোর্স এর প্রশিক্ষণ প্রদান করে থাকে। তাছাড়া সহজে বিদেশে চাকরি পাওয়া স্বল্প সময়ে ইমিগ্রেশন পাওয়ার ক্ষেত্রেও সিএসই গ্র্যাজুয়েটদের আজ অগ্রগণ্য।
ড্যাফোডিল ইনষ্টিটিউট অব আইটি ১৪ বছর যাবৎ এই প্রোগ্রামসমূহ বিভিন্ন প্রোগ্রাম অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। বর্তমানে ২০১১ ও ২০১২ সালে এইচ এস সি পাশ শিক্ষার্থীদের স্কলারশিপে ভর্তি শুরু হয়েছে। বিস্তারিত: ০১৭১৩৪৯৩২৮৬।