সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৭, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » কক্সবাজারে চলছে ই-গভর্ন্যান্স সম্মেলন
প্রথম পাতা » আইসিটি আপডেট » কক্সবাজারে চলছে ই-গভর্ন্যান্স সম্মেলন
৬৩১ বার পঠিত
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে চলছে ই-গভর্ন্যান্স সম্মেলন

কক্সবাজারে চলছে ই-গভর্ন্যান্স সম্মেলন
কক্সবাজারে গতকাল থেকে শুরু হয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সেনগ) ২১তম সম্মেলন। এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। ৯ দিনব্যাপী চলমান সম্মেলনে গতকাল এ সম্মেলনের কেন্দ্রীয় আলোচক এপনিকের ডিরেক্টর জেনারেল পল উইলসন ইন্টারনেট ব্যবস্থাপনার অগ্রগতি এবং সরকারের করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। একুশ শতকে ডটকম কিভাবে পুরো ইন্টারনেট জগৎকে আরো ব্যবসায়বান্ধব করে তুলবে সেসব বিষয়ে তথ্যচিত্র তুলে ধরেন তিনি। এ সম্মেলন প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত বরেন সুনীল কান্তি বোস। তিনি বলেন, তথ্যগত সুবিধা নিশ্চিতে ইন্টারনেটের বিকল্প নেই। দেশ আইসিটি খাতে উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে। শিা, স্বাস্থ্য ও তথ্যের উৎস হিসেবে ইন্টারনেটই হচ্ছে সবচেয়ে সক্রিয় মাধ্যম। তবে এ জন্য ইন্টারনেটকে আরো গতিশীল এবং সাধারণের জন্য সহজবোধ্য করার প্রতি গুরুত্বারোপ করতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সরকার ইন্টারনেট সেবাব্যয়কে কমিয়ে আনার বিষয়ে কাজ করছে বলে সুনীল কান্তি জানান।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যবসায় হচ্ছে ই-কমার্স। তবে এ ক্ষেত্রে সাইবার ক্রাইমকেও গুরুত্ব দেয়ার বিষয়ে বক্তারা আলোকপাত করেন। আজ থেকে চলমান সম্মেলনে এপনিক থেকে বক্তব্য রাখবেন এপনিকের পরিচালক (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ড. পিলিপ স্মিথ, সিনিয়র কমিউনিটি এনগেজমেন্ট স্পেশালিস্ট শ্রীনিবাস চিন্দি। এপনিকের টেকনিক্যাল ট্রেনিং অফিসার নুরুল ইসলাম রোমান আইপিভি (৬) বিষয়ক ট্রেনিং ওয়ার্কশপ পরিচালনা করবেন বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল উদ্বোধনী দিনে বক্তারা ‘ইন্টারনেট গভর্ন্যান্স : হোয়াই অপারেটর শুড কেয়ার’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ করেন। এর সঞ্চালক ছিলেন পল উইলসন।
সেনগের এ আয়োজন সম্পর্কে আইএসপিএবি সহ-সভাপতি সুমন আহমেদ সাবির জানিয়েছেন, কক্সবাজারে সেনগের ১০ বর্ষপূর্তি চলছে। এ সম্মেলনকে কেন্দ্র করে সারাবিশ্বের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বেশ কিছু নীতিনির্ধারণী ব্যক্তি অংশ নিয়েছেন। এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য ইতিবাচক বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি আক্তারুজ্জামান মঞ্জুসহ দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বাংলাদেশ চতুর্থবারের মতো সেনগ সম্মেলনের আয়োজক হয়েছে এবার। আগামী ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিভাবে এ আয়োজন শেষ হবে। এ বছরের জুলাই-আগস্টের মধ্যে সেনগের পরবর্তী ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাই শহরে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি