শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » দ্রুত অনলাইন নীতিমালা করবে সরকার
দ্রুত অনলাইন নীতিমালা করবে সরকার
অনলাইন গণমাধ্যমকে এগিয়ে নিতে খুব শিগগিরই সরকার অনলাই নীতিমালা করতে যাচ্ছে। আর এই নীতিমালা সংবাদ মাধ্যমগুলোর জন্য হবে উপযোগী। এমন কথায় বলেন, পিআইবির মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ বিশ্বাস। বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) ও প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে আয়োজিত অনলাইন নীতিমালা বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা পিআইবি-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি সৌমিত্র দেব-এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ বিশ্বাস। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ বিশ্বাস বোমাকে অনলাইন নীতিমালার খসড়া জমা দেয়ার অনুরোধ জানান। এরপর তিনি জানান, সরকার দ্রুত অনলাইন নীতিমালা করতে যাচ্ছে। অনলাইন গণমাধ্যমই হতে যাচ্ছে আগামী দিনের মূল ধারার গণমাধ্যম। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার চাইতে অনলাইন গণমাধ্যম অনেক বেশি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
আয়োজনে বক্তব্য রাখেন বোমার অর্থ সম্পাদক ও নিউজ বাংলাদেশ ডটকম-এর প্রধান সম্পাদক লায়ন মীর আবদুল আলীম, বাংলা-নিউজ২৪ডটকম এর সম্পাদক ও বোমার সাংগঠনিক সম্পাদক এস এম আলতাফ মাহমুদ, বাংলারিপোর্ট২৪ডটকম-এর প্রধান সম্পাদক লায়ন মোমিন মেহেদী, আমার হেলথডটকম-এর সম্পাদক ডা. অপূর্ব পন্ডিত, উম্মোচনডটকম-এর সম্পাদক আবু মোস্তাফিজ, বরিশালনিউজ-এর সম্পাদক শাহিনা আজমিন, বাংলারডাকডটকম-এর মনোয়ার হোসেন সিদ্দিকী, বইঅলাডটকম এর আহম্মেদ নাদির, জনতারগোয়েন্দাডটকম-এর মোঃ মহসীন, এডুকেশন নিউজ২৪ডটকম-এর শরিফ মাসুম, ফটো নিউজ২৪ডটকম এর আবু সুফিয়ান। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।