সোমবার ● ২১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্টফোন নিয়ে বাংলাদেশে জেডটিই করপোরেশন
স্মার্টফোন নিয়ে বাংলাদেশে জেডটিই করপোরেশন
চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান জেডটিই করপোরেশন গতকাল দেশের বাজারে স্মার্টফোন বাজারজাত শুরু করেছে। গতকাল রাজধানীর এক অভিজাত হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজারে স্মার্টফোন আনার ঘোষণা দেয় জেডটিই।
দেশে জেডটিইর স্মার্টফোন বাজারজাত করবে আরকে এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জন লি। এছাড়া আরকে এন্টারপ্রাইজের চেয়ারম্যান খুরশেদ আলমসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে চাকরিজীবী ও শিক্ষার্থীদের বাজার লক্ষ্য করে দুটি স্মার্টফোন বাজারজাত করছে। একটি জেডটিই ভি৮৮৯ডি অন্যটি জেডটিই ভি৯৭০এম। ডিভাইসটির দাম যথাক্রমে ১৬ হাজার ৯৯৯ ও ২১ হাজার ৯৯৯ টাকা। এ দুটি স্মার্টফোনে ওয়াই-ফাই, থ্রিজি প্রযুক্তি, ডুয়েল সিম, ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরাসহ অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জন লি পণ্যের জেডটিইর মান, দৃষ্টিনন্দন ও গ্রহণযোগ্য মূল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘গ্রহণযোগ্য মূল্যে মানসম্মত পণ্য আমরা নিশ্চিত করে থাকি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, বিশ্বে গত বছর প্রায় ৯ কোটি জেডটিইর সেলফোন হ্যান্ডসেট বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটি সেলফান হ্যান্ডসেট খাতে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। আর চীনের বাজারে প্রথম স্থানে রয়েছে জেডটিই। পর্যায়ক্রমে বাংলাদেশের সব বাজারকে লক্ষ্য করে জেডটিই সেলফোন হ্যান্ডসেট পরিবেশন করবে। বাংলাদেশে থ্রিজিপ্রযুক্তির সম্ভবনাকে লক্ষ্য করে বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।