বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ন্যাশনাল পেমেন্ট সুইচ ই-কমার্সের জন্য গুরুত্বপূর্ণ
ন্যাশনাল পেমেন্ট সুইচ ই-কমার্সের জন্য গুরুত্বপূর্ণ
সম্প্রতি ই-কমার্স সপ্তাহের অংশ হিসাবে সিটিও ফোরাম বাংলাদেশ ও বেসিস এর আয়োজনে বেসিস মিলনায়তনে হয়ে গেল ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ অ্যান্ড নিউ অপরচুনিটি ফর ই-কমার্স’ শীর্ষক গোলটেবিল বৈঠক।
এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সিটিও ফোরামের সভাপতি জনাব তপন কান্তি সরকার। তিনি তার বক্তব্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনপিএস চালুর ফলে আর্থিক লেনদেন এর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হবে। এই সুযোগ কাজে লাগিয়ে ই-কমার্সকে আরও এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব জনাব নজরুল ইসলাম খান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রনালয় একটি নতুন মন্ত্রনালয়। তাই এই মন্ত্রনালয় সকলের সহযোগীতায় রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বিশেষ ভাবে সিটিও ফোরামের প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি ভিবিন্ন প্রকল্পে মন্ত্রনালয়কে কারিগরি সহায়তা দিচ্ছে। যার মধ্যে ন্যাশনাল ডাটা সেন্টার অন্যতম।
বৈঠকে আরও বক্তব্য দেন , ফোরমের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম এনালিষ্ট জনাব দেবদুলাল রায়, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এনালিষ্ট হিমাদ্রি শেখর, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, একসেস টু ইনফরমেশনের পরামর্শক আনীর , সিটিও ফোরামের সহ-সভাপতি নভেদ ইকবাল, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মোঃ শিরিন, সাউথইষ্ট ব্যাংকের ডিএমডি এস এম মাইনুদ্দীন । অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর।