বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইএএএস সেবা বাজারে ছেড়েছে ওরাকল
আইএএএস সেবা বাজারে ছেড়েছে ওরাকল
ওরাকল ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস (আইএএএস) বাজারে ছেড়েছে ওরাকল। ওরাকলের একমাত্র পণ্য হিসেবে আইএএএস মাসিক ফি’র মাধ্যমে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এই পণ্য ব্যবহারের মাধ্যমে যে কোন প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যাবে। ওরাকল এক্সাডাটাবেস মেশিন, ওকাল এক্সালজিক ইলাস্টিক ক্লাউড, ওরাকল স্পার্ক সুপারক্লাস্টার, ওরাকল এক্সালিটিক্স ইন মেমোরি মেশিন এবং ওরাকল সান জেডএফএস স্টোরেজ অ্যাপ্লায়েন্স সব প্রযুক্তিই এই সেবার মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে ব্যবহার করা যাবে। এই সফ্টওয়্যারের মাধ্যমে ক্যাশ ফ্লো ও অ্যাকাউন্টিং ব্যবস্থাপনাসহ অভ্যন্তরীন, নিয়ন্ত্রক সংস্থা ও নিরাপত্তা সংক্রান্ত সেবা পাবে গ্রাহক।
এই সেবা সম্পর্কে ওরাকলের সফ্টওয়্যার ডেভেলপমেন্ট শাখার ভাইস প্রেসিডেন্ট জুয়ান লাওজিয়া বলেন, প্রথমবারের মতো মাসিক ফি’র বিনিময়ে ওরাকল ইঞ্জিনিয়ার্ড সিস্টেম সেবা পাবে গ্রাহকেরা। এর পারফরমেন্স অদ্বিতীয় ও বিশ্বসযোগ্যতা অতুলনীয়। যখন গ্রাহকদের প্রয়োজন তখনই তারা এটা নিতে পারবেন। এর মাধ্যমে সর্বোচ্চ প্লাটিনাম প্লাস সেবাও পাবেন গ্রাহকেরা।”