মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় আইপিভি৬ বিষয়ক ৩ দিনের কর্মশালা
ঢাকায় আইপিভি৬ বিষয়ক ৩ দিনের কর্মশালা
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) যৌথ আয়োজনে আগামী ১৭-১৯ সেপ্টেম্বর ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) আইপিভি৬ বিষয়ক ৩ দিনের এক কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় আইপিভি৬ এর আকার, প্রচালনা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হবে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, পরিকল্পনাবিদসহ আগ্রহীরা এ কর্মশালায় অংশ নিতে চাইলে বা কর্মশালা সম্পর্কে জানতে এই ঠিকানায় http://www.apnic.net/events/calendar/training/2011/ipv6-bd-19Sep11 করুন অথবা যোগাযোগ করুন সৈয়দ ফয়সাল হাসান (প্রেসিডেন্ট, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চাপ্টার) এর সাথে ফোন: ০১৭১৪১৭৫৭১৮, ইমেল: isoc.bd.dhaka@gmail.com।