সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ৬, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ধাঁধার সমাধান ও যুদ্ধ নিয়ে নতুন গেম ডিজনি ইনফিনিটি
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ধাঁধার সমাধান ও যুদ্ধ নিয়ে নতুন গেম ডিজনি ইনফিনিটি
৭২৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধাঁধার সমাধান ও যুদ্ধ নিয়ে নতুন গেম ডিজনি ইনফিনিটি

ধাঁধার সমাধান ও যুদ্ধ নিয়ে নতুন গেম ডিজনি ইনফিনিটিনতুন গেম ডিজনি ইনফিনিটি উন্মোচন করেছে ডিজনি। প্রতিষ্ঠানটির সহপ্রেসিডেন্ট জন প্লেস্যান্টস এবং প্রধান উদ্ভাবনী কর্মকর্তা জন ল্যাসেস্টার নতুন এ ভিডিও গেম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজনির জনপ্রিয় চলচ্চিত্রগুলোর বেশির ভাগ চরিত্রই এ গেমে উপস্থিত থাকবে বলে তারা জানান। খবর টেলিগ্রাফের।

দুটি মুডে গেমটি খেলা যাবে। একটি হচ্ছে টয় বক্স মুড। এর মাধ্যমে গেমাররা নিজেদের মতো করে গেম ও গেমের পরিবেশ সাজিয়ে নিতে পারবেন। এ গেমে ৩০টিরও বেশি চরিত্র রয়েছে। বর্তমানে মনস্টারস, দ্য ইনক্রেডিবলস এবং পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের বেশকিছু চরিত্র প্রতিষ্ঠানটি গেমের জন্য উন্মোচন করেছে।
বেশকিছু কারণে ডিজনির এ গেম অন্যগুলোর থেকে আলাদা। এর আগে ডিজনি যে গেমগুলো বাজারে ছেড়েছিল সেগুলোর কোনোটিতেই একসঙ্গে এতগুলো চরিত্র ছিল না। এছাড়া এ গেমের নকশায়ও অনেক নতুনত্ব আনা হয়েছে বলে ডিজনির পক্ষ থেকে জানানো হয়।

গেমটির মধ্যে ধাঁধার সমাধান, যুদ্ধ ইত্যাদি সবই থাকবে। একটি কম্পিউটারের মধ্যে দুজন গেমার এটি খেলতে পারবেন। এছাড়া অনলাইনে সর্বোচ্চ চারজন একসঙ্গে এটি খেলতে পারবেন। আরেক গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিমনের স্কাইল্যান্ডারস জায়ান্টের সঙ্গে এ গেমের কিছুটা মিল রয়েছে। তবে স্কাইল্যান্ডারে একসঙ্গে দুজনের একটি গেম খেলার সুবিধা রাখা হয়নি।
মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০, পিএসথ্রি, উই, উই ইউ, থ্রিডিএস, পিসি ও সেলফোনে এ গেম খেলা যাবে। তবে প্লেস্টেন ভিটা ও নিনতেনদো ডিএসের জন্য এখনো এ গেম ছাড়া হয়নি। ডিজনি ইনফিনিটি স্টার্টার প্যাকে গেমটি পাওয়া যাবে। এর মধ্যে তিনটি চলচ্চিত্রের চরিত্রও পাওয়া যাবে। রয়েছে মিস্টার ইনক্রেডিবল, জ্যাক স্প্যারো ও সালি। বিশেষ করে জ্যাক স্প্যারো চরিত্রটির কারণে গেমটি বিপুল সাড়া ফেলবে বলে আশাবাদী ডিজনি।



আর্কাইভ

বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইট
সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও যান্ত্রিকের যৌথ প্রিপেইড কার্ড চালু
বৈশ্বিক বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষে স্যামসাং
বেসিস সদস্যদের জন্য জামানতবিহীন ঋণ সুবিধা চালু করছে ব্র্র্যাক ব্যাংক
১১-২১ নভেম্বর পর্যন্ত চলবে দারাজ ১১.১১ ক্যাম্পেইন
এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তিতে বিশেষ অফার
বিশ্বসেরা ১০০ ব্র্যান্ডের তালিকায় শাওমি
শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ২০২৪ শুরু
দেশে চীনের আইমা ব্র্যান্ডের মোটরবাইক