বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » কেমন চলছে বাংলাদেশ-এ কম্পিউটার ব্যবসা?
কেমন চলছে বাংলাদেশ-এ কম্পিউটার ব্যবসা?
কেমন চলছে কম্পিউটার ব্যবসা?
এই প্রশ্নের উত্তরে এক কথায় বলা যায় “হযবরল”।
মানে কি? মানে জানতে হলে নীচের উদাহরণটা পড়ুন।
প্রায় চার দশকের পুরানো এক বন্ধু ফোন করে একটা ল্যাপটপ কেনার আগ্রহ প্রকাশ করলেন। কী ধরনের ল্যাপটপ চান জানতে চাইলে তিনি একটা নির্দিষ্ট ব্রান্ডের একটি মডেলের কথা বললেন। ফলে কাজটা অনেক সহজ হয়ে গেল।
ঐ ব্রান্ডের ডিস্ট্রিবিউটর কোম্পানীর সথে যোগাযোগ করলে তারা জানালেন ঐ ল্যাপটপের জন্য তাদের ওয়েবসাইটে বা প্রজেক্টেড প্রাইস ৬০,০০০.০০ টাকা। ডিলার প্রাইস কত জানতে চাইলে বললো ৫৫,০০০.০০ (পঞ্চান্ন হাজার) টাকা।
পুরানো বন্ধু তাই অনেক ভেবেচিন্তে আমি ৫৬,০০০.০০ টাকা প্রস্তাব করলাম।
ঘটনাক্রমে অন্য একজন ব্যবসায়ীর সাথে আলোচনাকালে সে আমাকে ৫৪,০০০.০০ হাজার টাকায় দিতে পারবেন বলে জানালেন।
আজ সকালে ক্রেতা বন্ধুটি ফোন করে জানালেন, সে ৫৩,০০০.০০ টাকায় নির্দিষ্ট ল্যাপটপটি কিনেছেন। কার কাছ থেকে কিনেছেন জানতে চাইলে বন্ধুটি ডিস্ট্রিবিউটর কোম্পানীর নাম বললেন।
এতো মাত্র একটা উদাহরণ। এটাকে হযবরল ছাড়া আর কি বলবেন?