বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহারকারী কমছে
যুক্তরাজ্যে ফেসবুক ব্যবহারকারী কমছে
চালু অ্যাকাউন্টের হিসাবে ফেসবুকের ষষ্ঠ বৃহত্তম বাজার যুক্তরাজ্যে ডিসেম্বরে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা ছয় লাখ কমেছে। এর পরিমাণ দেশটির মোট ফেসবুক ব্যবহারকারীর ১ দশমিক ৮৬ শতাংশ। সোস্যাল মিডিয়া পর্যবেক্ষক প্রতিষ্ঠান সোস্যালবেকারস জানায়, বড়দিনের সময় স্বাভাবিকভাবেই ফেসবুকে গ্রাহকদের কার্যক্রম একটু কম থাকে। অবশ্য যুক্তরাজ্য বাদে শীর্ষ ১০টি বাজারের আর কোথাও ফেসবুকের গ্রাহক কমেনি। খবর গার্ডিয়ানের।
যুক্তরাজ্যে ফেসবুকের নিয়মিত গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখের বেশি। অবশ্য এ হিসাবের ভেতরে একাধিক যন্ত্র ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের প্রতিবারই আলাদা হিসেবে গোনা হয়েছে।
সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারকারীর ৫৩ শতাংশই ফেসবুক ব্যবহার করেন। ৫৪ শতাংশ ব্যবহারকারী নিয়ে এ দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। মাসিক হিসাবে যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৯০ লাখের বেশি। ব্রাজিলে এ সংখ্যা সাড়ে ৬ কোটি। ৬ কোটি ৩০ লাখ মাসিক ব্যবহারকারী নিয়ে এ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত।
কমস্কোরের তথ্যে জানা যায়, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে যুক্তরাজ্যে ফেসবুকের গড় ব্যবহারকারী ছিল ৩ কোটি ৩০ লাখের মতো। ডিসেম্বরে এ সংখ্যা নেমে আসে ৩ কোটি ১৪ লাখ ৫৬ হাজারে।
যুক্তরাজ্যের বাজারে এ ধরনের মন্দার কারণে বিশেষজ্ঞরা ধারণা করছেন, উন্নত দেশগুলোয় ব্যবহারের চরম সীমায় পৌঁছে গেছে ফেসবুক। এ কারণে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে উদীয়মান বাজারগুলোর দিকে মনোযোগ দিতে হবে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটিকে।