বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ‘রেড অক্টোবর’ সাইবার হামলার তথ্য উদঘাটন
‘রেড অক্টোবর’ সাইবার হামলার তথ্য উদঘাটন
‘রেড অক্টোবর’ সাইবার আক্রমণের তথ্য সম্প্রতি উদঘাটন করতে সমর্থ হয়েছেন রাশিয়ার একদল নিরাপত্তা গবেষক। ধারণা করা হচ্ছে, এই সাইবার আক্রমণের মাধ্যমে ২০০৭ সাল থেকে ক্রমাগত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন সব ফাইল চুরি করা হচ্ছিল। ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা ‘রেড অক্টোবর’ আক্রমণের তথ্য সম্পর্কে জানিয়েছেন, এই আক্রমণে যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে, তার মূল লক্ষ্য ছিল বিভিন্ন সরকারি সংস্থা। বিশেষ করে বিভিন্ন দেশের দূতাবাস, পরমাণু গবেষণা সংস্থা, তেল-গ্যাস সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এই আক্রমণের মাধ্যমে। ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, রেড অক্টোবরের ম্যালওয়্যারের মাধ্যমে এমনভাবে আক্রমণ করা হয়েছে, যাতে করে আক্রমণের শিকার প্রতিষ্ঠানের এনক্রিপ্টেড ফাইলগুলো চুরি করা যায়। শুধু তাই নয়, এই আক্রমণে ডিলিট করে দেওয়া ফাইলগুলোও উদ্ধার করে চুরি করা সম্ভব। এই আক্রমণ সম্পর্কে সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেছেন, ‘এই আক্রমণ সাদা চোখে দেখলে মনে হবে যে সব ধরনের ডক্যুমেন্ট ফাইল, পিডিএফ ফাইল বা সাধারণ সব ফাইলে এর আগ্রহ রয়েছে। তবে মূলত বিশেষ কিছু এনক্রিপ্টেড ফাইলে দিকেই এর সব মনোযোগ। অর্থাত্, একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এটি আক্রমণ চালিয়ে গেছে শুরু থেকেই।’ এদিকে এই আক্রমণ সনাক্তকারী ক্যাসপারস্কি ল্যাব এক বার্তায় জানিয়েছে, ‘এই আক্রমণের শিকার দেশগুলোর মধ্যে প্রধান লক্ষ্য ছিল পূর্ব ইউরোপ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ এবং মধ্য এশিয়ার দেশগুলো। তবে পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকার দেশসহ বিশ্বের যেকোনো দেশই এর আক্রমণের শিকার হতে পারে। এই আক্রমণের মাধ্যমে যেসব তথ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভূ-রাজনৈতিক তথ্যাবলী, গোপন কম্পিউটার নেটওয়ার্ক বা সিস্টেমে প্রবেশের পাসওয়ার্ড এবং মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক যন্ত্রাংশ থেকে লাভ করা ব্যক্তিগত সব তথ্য।’ এই আক্রমণের তথ্য এখন প্রকাশ করা হলেও প্রথম এই আক্রমণ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায় গত বছরের অক্টোবর মাসে। টম ক্ল্যান্সির লেখা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাসের সাবমেরিনের নাম অনুসারেই রাখা হয় এই সাইবার আক্রমণের নাম। আর আগে সাড়া জাগানো সাইবার আক্রমণ ফ্লেমের সাথে মিল রয়েছে রেড অক্টোবরের আক্রমণের। তবে তার চাইতেও এই আক্রমণ ভয়ঙ্কর বলেই মন্তব্য করেছেন ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা।