রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অবকাঠামো গ্রাহকদের আর্থিক লেনদেন প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অবকাঠামো গ্রাহকদের আর্থিক লেনদেন প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অবকাঠামো ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আর্থিক লেনদেন প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে। এ ধরনের আন্তব্যাংক ক্লিয়ারিং ব্যবস্থা বর্তমান কাগজ ভিত্তিক ক্লিয়ারিং প্রক্রিয়া থেকে দ্রুততর, মূল্যসাশ্রয়ী ও নিরাপদ। ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ইউসিবি ও সিএসইর মধ্যে বিইএফটিএন ব্যবহারের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ সব কথা বলেন।
তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইএফটি-এর ক্রেডিট লেনদেন চালু হওয়ার পর আজ থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) গ্রাহক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও তাদের সদস্যদের মধ্যে ইএফটি ডেবিট লেনদেন চালু হতে যাচ্ছে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) আওতায় গ্রাহকেরা ডেবিট ও ক্রেডিট উভয় ধরণের লেনদেন সম্পাদন করতে সক্ষম হবেন। আর এ ব্যবস্থা চালু হলে চেক জালিয়াতির আশংকা অনেকাংশে কমে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন ও ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, সহসভাপতি আল মারুফ খান, বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, এই চুক্তির ফলে গ্রাহকেরা খুব সহজে এবং দ্রুত আর্থিক লেনদেন করতে পারবেন। সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের কল্যাণে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেন তিনি মনে করেন।