সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » গ্রামীণফোনের নতুন আহ্বান- “চলো বহুদূর”
গ্রামীণফোনের নতুন আহ্বান- “চলো বহুদূর”
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন নিয়ে এলো তাদের নতুন আহ্বান- “চলো বহুদূর”। প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহার এই আহ্বানের মূল উদ্দেশ্য । বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক, বিস্তৃত কাভারেজ ও ইন্টারনেট শক্তি নিয়ে তথ্যপ্রযুক্তিতে দেশের মানুষকে এগিয়ে নিতে চায় গ্রামীণফোন। বর্তমান বিশ্বে ইন্টারনেট নির্ভর সেবা যেমন- অ্যাপস, সোশাল নেটওয়াকির্ং ইত্যাদির বহুবিধ ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত জীবনের নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। ‘চলো বহুদূর’ অনুপ্রেরণায় আধুনিক জীবনের এই সব বিষয়ই ফুটে উঠবে বলে জানান গ্রামীণফোন।
প্রযুক্তি সচেতন তরুণদের জন্য সম্প্রতি গ্রামীণফোন ‘গো ফ্রি’ নামক একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যার মাধ্যমে একই স্থানে মিউজিক, গেম্স, গ্যাজেটস ও অ্যাপ্লিকেশন্স-এর এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে গো ক্রিয়েট, গো লিমিটলেস, গো ফিয়ারলেস এবং গো এন্টারটেইন নামক চার ধরনের চারটি এক্সপেরিয়েন্স বুথ জোনের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা মিউজিক ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, জনপ্রিয় সংগীত তারকা মিলা ও রাফা তাদের পরিবেশনায় শ্রোতাদের মাতিয়ে তোলেন। এ উপলক্ষে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বনকে বলেন, ” তরুণদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এধরনের একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে কিভাবে এগিয়ে নিতে পারে এবং একইসাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো তরুণদের সামনে তুলে ধরাই ছিল মূলত এ আয়োজনের লক্ষ্য।”