সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তারুণ্যের পদচারণে শেষ হলো বিসিএস ডিজিটাল এক্সপো সিলেট -২০১৩
তারুণ্যের পদচারণে শেষ হলো বিসিএস ডিজিটাল এক্সপো সিলেট -২০১৩
৷৷ সিলেট প্রতিনিধি ৷৷তীব্র শীত উপেক্ষা করে সিলেটে জমে ওঠা বিসিএস ডিজিটাল এক্সপো গতকাল শেষ হয়েছে। পাঁচ দিনের এ মেলায় প্রতিদিনই নানা বয়সী লোকজন ভিড় করেছেন। তবে মেলায় তরুণ-তরুণীদের পদচারণই ছিল বেশি। প্রতিদিন প্রচুর দর্শনার্থী সমাগমের পাশাপাশি বেচাবিক্রিও ভালো ছিল বলে জানান আয়োজকরা।
সিলেট নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে গত বুধবার শুরু হয় ডিজিটাল এক্সপো। মেলা ঘুরে দেখা যায়, মেলায় ভিড় জমিয়েছেন প্রযুক্তি সন্ধানীরা। নানা বয়সী দর্শনার্থীর সমাগম ঘটেছে মেলায়। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল। মেলার বিভিন্ন স্টল ঘুরে ল্যাপটপ, সেলফোন, ইন্টারনেটসামগ্রী প্রভৃতি পণ্যের নতুন সংস্করণের খোঁজ নেন ক্রেতা-দর্শনার্থীরা। মেলা উপলক্ষে মূল্য ছাড় দেয়া পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ সর্বাধিক। এছাড়া দেশী-বিদেশী অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতেও অনেকে ভিড় করছেন মেলায়।
মেলায় আসা মদনমোহন কলেজের ছাত্রী ফারজানা হক মিলি ও রুমি আক্তার জানান, মেলায় এসে অনেক বিশ্বখ্যাত ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তিসামগ্রীর সঙ্গে পরিচিত হতে পেরেছি। এ ধরনের মেলা ঘন ঘন আয়োজন করা গেলে অনেক উপকার পাওয়া যেত।
এমসি কলেজের শিক্ষার্থী আবদুল মতিন বলেন, ‘পুরো বিশ্বই এখন প্রযুক্তিময়। তাই প্রযুক্তির আধুনিকতম সংস্করণ সম্পর্কে ওয়াকিবহাল না থাকলে পিছিয়ে পড়তে হবে। আধুনিক প্রযুক্তির খুঁটিনাটি বিষয় জানতেই এ মেলায় এসেছি। অনেক কিছু জেনেছিও।’
স্টল মালিকরা জানান, প্রদর্শনীকে আকর্ষণীয় করার জন্য তথ্য ও প্রযুক্তির নানা পণ্য প্রদর্শনের পাশাপাশি ফ্রি ইন্টারনেট ব্রাউজিং, তথ্যপ্রযুক্তি-বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল মেলায়।
আয়োজক সূত্রে জানা যায়, মেলায় ছয়টি প্যাভেলিয়নের ৪৫টি স্টলে প্রদর্শিত হয়েছে শতাধিক ব্র্যান্ডের পণ্য। বিভিন্ন স্টলে নানা মডেলের ন্যূনতম ২২ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ল্যাপটপ, নেটবুক ও ইপিসি বিক্রি হয়।
আয়োজকরা জানান, মেলা উপলক্ষে প্রতিদিন কম্পিউটার সমিতির পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি ছিল। প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘মেলায় প্রচুর সাড়া পেয়েছি। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী মেলা দেখতে আসছেন। যাদের মধ্যে বেশির ভাগই তরুণ। বেচাকেনাও ভালো হচ্ছে। আশা করছি, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে প্রযুক্তিমনস্ক করতে ভূমিকা রাখবে। গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ।