সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৩ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা বাড়ছে
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা বাড়ছে
৬৭৪ বার পঠিত
রবিবার ● ১৩ জানুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা বাড়ছে

বাংলাদেশে স্মার্টফোনের গ্রাহক আর চাহিদা বাড়ছেস্মার্টফোন সম্পর্কে জানতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ই দেখেই বুঝা যায় বাংলাদেশে স্মার্টফোনের গ্রাহক আর চাহিদা দুটোই বেড়ে চলছে। সঙ্গে ইন্টারনেটে চাহিদাও। তারুণ্যের ভিড়ে স্মার্টফোন এক্সপো মুখরিত । এখানে স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলয়েট পিসির উপস্থিতি সবচেয়ে বেশি। ন্যূনতম ৭ হাজার ৭৭৭ টাকায় ওক্সেল ব্র্যান্ডের ট্যাব থেকে ২০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে থ্রিজি সংযোগের ট্যাব।

স্মার্টফোন প্রদর্শনী হলেও এখানে মোবাইল ফোন প্রদর্শনী করছে জেডটিই, সিমফোনি, নকিয়া আর স্যামসাং এ ৪টি ব্র্যান্ড। এর মধ্যে সিমফোনি কোনো সেট বিক্রি না করে বুকিং নিচ্ছে। স্যামসাং স্টলে ভিড় থাকলেও নিয়মিত শোরুমের তুলনায় তেমন কোনো মূল্যছাড় দিচ্ছেনা।

স্মার্টফোন আর ট্যাবের জন্য ৪৫০ টাকায় এক বছরের সিকিউরিটি অ্যান্টিভাইরাস বিক্রি করছে ক্যাসপারস্কি। মেলায় স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় পণ্যও পাওয়া যাচ্ছে ।

স্মার্টফোন প্রদর্শনীতে টেলিটকের প্যাভেলিয়নে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি।

এখানে ভোটার আইডি এবং ছবির বিনিময়ে তাৎক্ষণিক থ্রিজি সিম বিক্রি করছে টেলিটক। ২ হাজার ৫০০ টাকার থ্রিজি মডেম এখানে ২২৪০ টাকা আর ৯০০ টাকার থ্রিজি সিম পাওয়া যাচ্ছে ৭৭০ টাকায়।

এদিকে থ্রিজি সংযোগে এ মুহূর্তে দেশের ৪টি টিভি চ্যানেল (সময়, আরটিভি, মাইটিভি ও জিটিভি) দেখা যাচ্ছে। কিন্তু এসব চ্যানেল দেখার জন্য প্রতিদিন ২০ টাকা সেবাব্যয় ধার্য করা হয়েছে। থ্রিজি গ্রাহকদের জন্য এটা বাড়তি আর্থিক চাপ বলে থ্রিজি গ্রাহক সাজেদ বাংলানিউজকে জানান। এ হিসাবে মাসে ন্যূনতম সাবস্ক্রিপশন ফি ২০০ টাকা অতিরিক্ত দিতে হবে। শুরুতেই এ ধরনের ব্যয় এড়িয়ে যাওয়া যায় বলেও সংশ্লিষ্ট অনেকে মন্তব্য করেন।

ই-কমার্স সাইট হিসেবে অংশ নিয়েছে দুটি প্রতিষ্ঠান। আজকের ডিল এবং এখনই ডটকম। এর মধ্য এখনই ডটকম বিশেষ মূল্যছাড়ে কলের ভিত্তিতে হোমডেলিভারি দেবে বলে ক্রেতাদের জানানো হয়।
এ প্রদর্শনীতে দেশি অ্যাপলিকেশন নির্মাতারাও এসেছেন নিজেদের কাজ তুলে ধরতে। এছাড়াও গুগল স্টলে গুগল ম্যাপ নিয়ে দর্শনার্থীদের অবহিত করছেন অংশগ্রহণকারীরা। আজ ১৩ জানুয়ারি রোববার সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে এ স্মার্টফোন প্রদর্শনী শেষ হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ