শনিবার ● ১২ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বানিয়াচংয়ে বিজ্ঞান কর্মশালা-২০১৩ সম্পন্ন
বানিয়াচংয়ে বিজ্ঞান কর্মশালা-২০১৩ সম্পন্ন
৷৷ ইমতিয়াজ আহমেদ খান ৷৷
জাপানভিত্তিক বিজ্ঞান সংগঠন সাইন্স ফোরাম ২১’র উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি -বাবিজস এর সহযোগিতায় হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান সেমিনার ও কর্মশালা - ২০১৩। বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপন এবং বিজ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিষয়ক উক্ত কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন বানিয়াচং উপজেলার প্রায় ২৫টি হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঐদিন তাদের বানানো বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী করে। কর্মশালা পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক জনাব রহুল আমীন সজীব ও সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক জনাব মানস কান্তি বিশ্বাস। সাইন্স ফোরাম ২১ এবং বাবিজস এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার আছিব চৌধুরী, ইমতিয়াজ আহমেদ খান, তানভীর আরাফাত ধ্রুব এবং উষা। কর্মশালা আয়োজনে সর্বাত্মক সহযোগীতা করেন এডভোকেট নজরুল ইসলাম খান, ফয়সাল আহমেদ পলাশ ও সুব্রত আচার্য্য, মুবিন আহমেদ খান রবিন এবং রুহুল আমীন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।