শনিবার ● ১২ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ভিডিও গেম ডিস্ক ও কনসোল বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রে
ভিডিও গেম ডিস্ক ও কনসোল বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে গত বছর ভিডিও গেম ডিস্ক ও কনসোল বিক্রি আগের বছরের তুলনায় ২২ শতাংশ কমেছে। ডিজিটাল ডিভাইসের প্রতি আকর্ষণ বাড়ায় গ্রাহকদের গেম খাতে খরচ কমানো এবং গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো অপেক্ষাকৃত কম গেম ছাড়ায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা এনপিডি। খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।
এনপিডি জানিয়েছে, ২০১০ এর তুলনায় ২০১১তে এ খাতে বিক্রি কমেছিল ৯ শতাংশ। এ হিসাবে চলতি বছর গেম ডিস্ক ও কনসোল বিক্রির পরিমাণ অনেক বেশি কমবে।
গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে গেম খাতে ডিস্ক ও কনসোল কেনার পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ডলার। সব মিলিয়ে গেমিং খাতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, এ সম্পর্কে প্রতিষ্ঠানটি অবশ্য কিছু জানায়নি।
তাদের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেরা গেম ছিল কল অব ডিউটি: ব্ল্যাক অপস টু। সান্তা মনিকাভিত্তিক অ্যাক্টিভিশন ব্লিজার্ডের এ শুটিং গেম গত বছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
এদিকে নিনতেনদোর উই ইউ ডিভাইস যুক্তরাষ্ট্রের বাজারে গত বছর মাত্র ৮ লাখ ৯০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। বাজারে ছাড়ার প্রথম দুই মাসের হিসাবে এর পরিমাণ অনেক কম বলে জানিয়েছে এনপিডি।