শুক্রবার ● ১১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » জমজমাট আয়োজনে শুরু স্মার্টফোন এক্সপো - ২০১৩
জমজমাট আয়োজনে শুরু স্মার্টফোন এক্সপো - ২০১৩
আজ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হল তিন দিনের ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত এটি দেশের ১ম মেলা। এ মেলা আয়োজন করেছে মেলা ও সম্মেলন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’।
সকালে মেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। তিনি বলনে, “তথ্য প্রযুক্তির কল্যাণে দশে আজ এগিয়ে যাচ্ছে আর এই জন্য এই ধরনরে মেলা ছাড়া অন্য কোন বকিল্প নাই। যুব সমাজরে মাধ্যমে তথ্য প্রযুক্তরি ব্যবহার বাড়ছে । মোবাইলে এই প্রযুক্তি যাতে খুব সহজে ব্যবহার করতে পারে তার জন্য মোবাইল ফোন আমদানি ও মোবাইল সিমের উপর কর তুলে নেওয়ার কথা উল্লখে করনে।
এসময় প্রযুক্তি ব্যাক্তিত্ব মোস্তাফা জব্বার, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী মূসা ইব্রাহিম, টেলিটকের বিক্রয় ও বিপনন বিভাগের মহাব্যবস্থাপক জনাব হাবিবুর রহমান, স্যামসাং বাংলাদেশের মি. সুহাং সং এবং মেলার সমন্বয়ক বিপ্লব ঘোষ রাহুল উপস্থিত ছিলেন।
স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুস, নকিয়া, আইফোন, জেডটিইসহ সব ব্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার দেওয়া হচ্ছে। স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছে। মেলা ১৩ তারিখ পর্যন্ত চলবে ।এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিজিট করা যাবে। মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য ফ্রী রাখা হয়েছে ।