বুধবার ● ৯ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ই-কমার্স নতুন উদ্যোক্তা তৈরীতে সহায়ক
ই-কমার্স নতুন উদ্যোক্তা তৈরীতে সহায়ক
বর্তমানে প্রযুক্তি আমাদের অনেক কাজকেই সহজ করে দিয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে ই-কমার্স বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ই-কমার্স নতুন উদ্যোক্তা তৈরীতে সহায়ক ভূমিকা রাখছে। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকালিন্ট মিলনায়তনে আনুষ্ঠিত ‘ই-কমার্স: নিউ ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রিনিয়রশীপ পসিবলিটিস’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম বলেন, ই-কমার্সের মাধ্যমে বর্তমানে দারুন কিছু করা সম্ভব। নতুন উদ্যোক্তা হিসেবেও অনেকেই ই-কমার্স নিয়ে এগিয়ে যেতে পারেন।
সেমিনারে আরও বক্তব্য দেন বেসিসের ভাইস পেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, এখনি ডট কমের হেড অব অপারেশন ফারহানা নাজনীন, ওএস কমের প্রধান নির্বাহী সিফাতুর রহমান। বক্তারা বলেন, ই-কমার্স এমন একটি জায়গা যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ার ডেভলপমেন্ট করতে পারেন। বাংলাদেশে অনেক ভালো ভালো ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে।
‘অনলাইনে কেনাকাটা করুন- যেকোনো কিছু, যেকোনো সময়’ স্লোগানে চলতে থাকা ‘ই-কমার্স সপ্তাহ ২০১৩’র ধারাবাহিক আয়োজন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। ই-কমার্স সপ্তাহের সহযোগী হিসেবে রয়েছে সূর্যমুখী, আমার দেশ আমার গ্রাম, পেজা, রকমারি ডট কম, আজকের ডিল ডট কম, এখনই ডট কম, বিকাশ ও অসকম। সহযোগী প্রতিষ্ঠান ছাড়াও অংশগ্রহণকারী ৪টি প্রতিষ্ঠান হচ্ছে অ্যাড টু ক্লিকস, ষোলআনা, বিপনী ডট কম ও ওয়েবশহর।