বুধবার ● ২৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ফ্রিল্যান্সার সোসাইটির আত্মপ্রকাশ
ফ্রিল্যান্সার সোসাইটির আত্মপ্রকাশ
দেশের ফ্রিল্যান্সারদের স্বার্থ রক্ষায় আত্মপ্রকাশ করল বাংলাদেশ ফ্রিল্যান্সার সোসাইটি [বিএফএস]। গত রোববার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ ও আউটসোর্সিং’ শীর্ষক সেমিনারের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহের হোসেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ফ্রিল্যান্সাররা এখন দেশের বড় সম্পদ। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে অন্যতম প্রধান ভূমিকা রাখবে তারা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ আক্তার হোসেন। তিনি আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, আইএসপিএবির সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, অ্যাসোসিওর ডেপুটি প্রেসিডেন্ট আব্দুল্লাহ এইচ কাফি, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় সমাজের বিশিষ্টজনদের পুরস্কার দেওয়া হয়।
বিএফএসের আহ্বায়ক মো. সুলাইমান হোসেন তার বক্তব্যে ফ্রিল্যান্সারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।